রানিং মেটকে নিয়ে কমলা হ্যারিসের প্রথম সমাবেশ মঙ্গলবার

কমলা হ্যারিসফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী মঙ্গলবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় তাঁর মনোনীত রানিং মেটকে (প্রেসিডেন্ট পদে জিতলে নিজ প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট) নিয়ে প্রথম সমাবেশ করবেন।

ফিলাডেলফিয়ার এ সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে চার দিনের সফর শুরু করবেন কমলা হ্যারিস। এ তালিকায় মিশিগান ও অ্যারিজোনাও রয়েছে। কমলার নির্বাচনী প্রচারশিবির এ তথ্য জানিয়েছে।

সফরসূচির তালিকায় প্রথমেই পেনসিলভানিয়া থাকায় অঙ্গরাজ্যটির গভর্নর জোশ শ্যাপিরো কমলা হ্যারিসের রানিং মেটের সংক্ষিপ্ত তালিকায় একেবারে ওপরে উঠে এলেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এ অঙ্গরাজ্যে হাডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পরাজিত করেন ডেমোক্র্যাটরা। এবারও সেই ধারা বজায় রাখতে চান কমলা হ্যারিসের শিবির।

কমলার রানিং মেটের সংক্ষিপ্ত তালিকায় জোশ শ্যাপিরো ছাড়াও রয়েছেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও পরিবহনমন্ত্রী পিট বুটিগিয়েগ।

ফিলাডেলফিয়ার পর কমলা ও তাঁর রানিং মেট পশ্চিম উইসকনসিন, ডেট্রয়েট, লাসভেগাসসহ অন্য ছয়টি স্থানে যাবেন বলে গতকাল মঙ্গলবার রাতে ডেমোক্র্যাট প্রচারশিবির জানিয়েছে। এক বিবৃতিতে প্রচারশিবির আরও বলেছে, কমলা তাঁর রানিং মেটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

সপ্তাহখানেক আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে আনুষ্ঠানিকভাবে সড়ে দাঁড়ান ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এ পদে প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন করেন তিনি। এর পর থেকেই কমলার রানিং মেট কে হচ্ছেন, তা নিয়ে জোর আলোচনা চলছে।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মঙ্গলবার ফিলাডেলফিয়ায় সমাবেশের আগের দিন সোমবার কমলা তাঁর রানিং মেটের নাম ঘোষণা করতে পারেন।

কমলার রানিং মেটের সংক্ষিপ্ত তালিকায় শ্যাপিরো ছাড়াও রয়েছেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও পরিবহনমন্ত্রী পিট বুটিগিয়েগ।

আরও পড়ুন