আদালতে যাওয়ার আগে আইনজীবীদের সঙ্গে ট্রাম্পের পরামর্শ

আদালতে হাজিরা দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

আদালতে হাজির হওয়ার আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন ট্রাম্প। মঙ্গলবার ম্যানহাটানের আদালতে হাজির হবেন তিনি।

ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং–৭৫৭ মডেলের ওই উড়োজাহাজে লেখা তাঁর নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতেই এই তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ আসে। যদিও সেই পর্নো তারকার সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।

মঙ্গলবার প্রথমে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করতে পারেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের কাজ শেষ হওয়ার পর তাঁকে আদালতে হাজির করা হবে। তবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের কর্মকর্তারা ট্রাম্পের হাতে হাতকড়া পরাবেন না বলেই ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রকাশের কথা রয়েছে। স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে শুনানি শুরু হওয়ার কথা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি।

আরও পড়ুন

এদিকে ট্রাম্পের মামলার শুনানি উপলক্ষে নিউইয়র্ক শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্প টাওয়ার ও আদালতের চারপাশে ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ। আদালতের আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সোমবার সতর্ক করে দিয়ে বলেন, যে-ই প্রতিবাদের সময় সহিংসতা করবে, তাকেই আটক করা হবে।

আরও পড়ুন