কম্বোডিয়ায় ১ কোটি ৮০ লাখ ডলারের সহায়তা কর্মসূচি স্থগিত থাকবে: যুক্তরাষ্ট্র
কম্বোডিয়ার এবারের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ধারণে কম্বোডিয়ার মানুষের কণ্ঠস্বর ও পছন্দ অগ্রাহ্য করা হয়েছে। এ জন্য কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের চলতি অর্থবছরে প্রায় ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সহায়তা স্থগিত করা হয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা স্থগিত থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার (২৪ জুলাই) এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। তাঁর ব্রিফিংয়ের বিস্তারিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নির্বাচন ঘিরে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতির কারণে কম্বোডিয়ার কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিদেশি সহায়তা কর্মসূচিও স্থগিত করা হয়।
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা কম্বোডিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।
চলতি অর্থবছরে দেশটিতে ১ কোটি ৮০ লাখ ডলারের সহায়তা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী অর্থবছরগুলোতেও এই বিধিনিষেধ আরোপ করা হবে।’ তবে কম্বোডিয়ার কোন কোন খাতে এই সহায়তা কর্মসূচি স্থগিত করা হয়েছে, তা জানাননি তিনি।
কম্বোডিয়ার এবারের নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি উল্লেখ করে ম্যাথিউ মিলার বলেন, ‘দেশটিতে সরকারি কর্তৃপক্ষ নির্বাচনী প্রক্রিয়ায় বিরোধী রাজনীতিকদের হুমকি দিয়েছে, হয়রানি করেছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে কম্বোডিয়ার সাধারণ মানুষের কণ্ঠস্বর ও পছন্দকে অগ্রাহ্য করা হয়েছে।’
গত রোববার নির্বাচনে ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) নিরঙ্কুশ বিজয় ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা ও সহায়তা কর্মসূচি স্থগিত করার কথা জানায়। তবে কার কার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিংবা এর আওতায় কম্বোডিয়ার ক্ষমতাসীনদের মধ্যে কারা রয়েছেন, তা জানায়নি যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ম্যাথিউ মিলার বলেন, নীতিগত কারণে এসব নাম প্রকাশ করা হবে না।
৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় রয়েছেন হুন সেন। তাঁর বয়স এখন ৭০ বছর ছুঁয়েছে। এবার সিপিপির জয়ে হুন সেনের ছেলে হুন মানেটের ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৪৫ বছর বয়সী হুন মানেট বর্তমানে কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে আছেন।
এবারের নির্বাচনে সিপিপির পাশাপাশি আরও ১৭টি রাজনৈতিক দল অংশ নেয়। তবে কোনোটিরই সিপিপির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা নেই। এ কারণে এবারের নির্বাচনকে কম্বোডিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলছেন সমালোচকেরা।
সিপিপি ও হুন সেনের শাসনকে চ্যালেঞ্জ জানাতে পারে, এমন একটি রাজনৈতিক দল রয়েছে কম্বোডিয়ায়। দলটির নাম ক্যান্ডেললাইট পার্টি। তবে এবারের নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। নিবন্ধনসংক্রান্ত ত্রুটির অজুহাত দেখিয়ে চলতি বছরের মে মাসে এই দলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়।