মিশিগানে দলীয় বাছাইয়ে জয় পেয়েও কী ইঙ্গিত পেলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের প্রাথমিক বাছাইয়ে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যমগুলো এমন আভাস দিয়েছে, তবে প্রাথমিক গণনায় দেখা যায়, গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রশ্নে বাইডেন উল্লেখ্যজনক বিরোধিতার মুখে পড়েছেন। উল্লেখযোগ্যসংখ্যক ভোটার ব্যালটে ‘আনকমিটেড’ (প্রতিশ্রুতিবদ্ধ নয়) ভোট দিয়েছেন।
ইউএস টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, মিশিগানে ভোটের ব্যালটে ‘আনকমিটেড’ নামে একটি অংশ থাকে। ব্যালটে প্রার্থীদের নামের তালিকা থেকে কাউকেই পছন্দ না হলে, ভোটার তখন ‘আনকমিটেড’ অংশটি বাছাই করতে পারেন। মিশিগানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ‘আনকমিটেড’ অংশটি বাছাই করার অর্থ হলো, ভোটাররা দলীয় পর্যায়ে আয়োজিত এসব ভোটে অংশ নিচ্ছেন ঠিকই, তবে তাঁরা ব্যালটে থাকা প্রার্থীদের ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ নন।
মিশিগানে বিপুল আরব বংশোদ্ভূত–মার্কিন নাগরিকের বসবাস। তাঁদের অনেকে বাইডেনের গাজাসংক্রান্ত নীতিমালার বিরোধী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাইপর্বের ভোটাভুটির সময় ব্যালটে ‘আনকমিটেড’ অংশটি চিহ্নিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের একটি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ২৫ শতাংশ ভোট গণনায় দেখা গেছে বাইডেন ৮০ শতাংশ সমর্থন পেয়েছেন। আর ‘আনকমিটেড’ ভোটের পরিমাণ ১৪ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৩৩ হাজার ভোটার ‘আনকমিটেড’ ভোট দিয়েছেন, যা ধারণার চেয়ে বেশি। বাইডেনকে ডেমোক্র্যাট দলের প্রার্থী করার বিপক্ষে ভোট দিতে যাঁরা ভোটারদের উৎসাহ দিয়েছেন, তাঁরা আশা করেছিলেন ১০ হাজার ‘আনকমিটেড’ ভোট পড়তে পারে।
এদিকে মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকানদের বাছাইপর্বে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে মনোনয়ন পাওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির চেয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি।
এডিসন রিসার্চের তথ্য অনুসারে, ৮ শতাংশ রিপাবলিকান ভোট গণনা শেষে ট্রাম্প ৬৪ শতাংশ সমর্থন পেয়েছেন। আর হ্যালি পেয়েছেন ৩২ শতাংশ সমর্থন।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে মিশিগান অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত, যা যেকোনো দলের দিকে ঝুঁকে যেতে পারে। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২০ সালের নির্বাচনে মিশিগানে বাইডেন মাত্র ২ দশমিক ৮ শতাংশ বা ১ লাখ ৫৪ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছিলেন। এই রাজ্যে প্রায় তিন লাখ আরব ও মুসলিম বসবাস করেন। গতবার তাঁরা বাইডেনকে সমর্থন জানিয়েছিলেন। এবার গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন আরবদের ক্ষুব্ধ করেছে।