ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মেটা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স ফাইল ছবি

তিন বছর পর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরত পাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার মেটা কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। তিনি তাঁর অ্যাকাউন্ট ফেরত পাবেন। ২০২১ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা সহিংস হামলা চালানোর পর ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে মেটা।

মেটা জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের ওপর আর বর্ধিত নিষেধাজ্ঞা থাকছে না।

২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালানোর পরদিনই ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ করা হয়, ট্রাম্পের ফেসবুক পোস্টে সহিংসতায় যুক্ত থাকা লোকজনের প্রশংসা করা হয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করা হয়। তবে ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘনের হুমকির কারণে তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে শাস্তি বর্ধিত করা হয়। সেই বর্ধিত শাস্তি গতকাল স্থগিত করেছে মেটা।

এক ব্লগ পোস্টে মেটা লিখেছে, ‘রাজনৈতিক বক্তব্য অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব মূল্যায়নের পরে আমাদের মনে হয়েছে, মার্কিন জনগণ প্রেসিডেন্টের মতোই প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর বক্তব্য একই রকম শোনার সুযোগ পেতে পারেন।’

মেটা আরও বলেছে, মার্কিন প্রেসিডেন্ট পদের প্রার্থীরাও ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন। এর আওতায় ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার প্ররোচনা রোধ করার জন্য নীতিগুলোও থাকবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে তাঁকে টুইটার (বর্তমান এক্স) ও ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। গত বছর এই দুই প্ল্যাটফর্ম থেকে তাঁর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ট্রাম্প মূলত এখন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যোগাযোগ করেন। তিনি এতে বিভিন্ন বক্তব্য, নির্বাচনী প্রচারে ব্যবহৃত ভিডিও, মিছিলে অংশ নেওয়ার আমন্ত্রণ পোস্ট করেন। ফেসবুকে ট্রাম্পের ৩ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে।