রুপার্ট মারডকের ৯২ বছরের জীবনের নারীরা
সময়টা ১৯৫৬ সাল। রুপার্ট মারডক তখন ২৫ বছরের টগবগে যুবক। তখনো মিডিয়া মোগল হননি অস্ট্রেলীয় বংশোদ্ভূত আমেরিকান এ ব্যবসায়ী। ওই বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন রুপার্ট। কনে প্যাট্রিসিয়া বুকার। অস্ট্রেলিয়ার একটি আকাশসেবা কোম্পানিতে বিমান সেবিকা হিসেবে কাজ করতেন রুপার্টপত্নী বুকার।
রুপার্ট-বুকারের সংসার টিকে ছিল এক দশকের কিছু বেশি সময়। ১৯৬৭ সালে বিচ্ছেদ হয় এ দম্পতির। তাঁদের এক মেয়ে আছে, নাম প্রুডেন্স মারডক।
এরপর সংবাদমাধ্যমের জগতে ধীরে ধীরে রুপার্টের সাম্রাজ্য গড়ে ওঠে। একই সঙ্গে তাঁর জীবনে দেখা যায় একের পর এক নারীকে। কেউ স্ত্রী হিসেবে, কেউবা বাগ্দত্তা।
প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে বিচ্ছেদের বছর না ঘুরতেই আবারও বিয়ের পিঁড়িতে বসেন রুপার্ট। এবারের কনে আনা মান। আনার বাড়ি স্কটল্যান্ডে। পেশায় সাংবাদিক তিনি। আনার সঙ্গে রুপার্টের সংসার সবচেয়ে বেশি দিন (তিন দশকের বেশি) টিকে ছিল। ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের তিন সন্তান—এলিজাবেথ মারডক, ল্যাচলান মারডক ও জেমস মারডক।
আনার পর রুপার্টের জীবনে আসেন ওয়েন্ডি ডেং। চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ছিলেন ওয়েন্ডি ডেং। ওয়েন্ডি হংকংয়ে মারডকের স্টার টিভি নেটওয়ার্কেও কাজ করতেন। ১৯৯৯ সালে আনার সঙ্গে বিচ্ছেদের পরপর ওয়েন্ডিকে বিয়ে করেন রুপার্ট। ২০১৩ সাল পর্যন্ত তাঁদের সংসার টিকে ছিল। এরপর বিচ্ছেদ। রুপার্ট ও ওয়েন্ডি ডেং দম্পতির সংসারে দুই সন্তান—গ্রেস মারডক ও ক্লো মারডক।
তৃতীয়বার বিচ্ছেদের পর রুপার্ট আবারও প্রেমে পড়েন। রুপার্টের জীবনে আসেন সুপারমডেল জেরি হল। ২০১৬ সালে লন্ডনে তাঁদের বিয়ে হয়। বছর ছয়েক সংসার করেন। গত বছর বিচ্ছেদ হয় রুপার্ট-জেরির। তাঁদের কোনো সন্তান নেই।
চারটি বিয়ে, চারটিই বিচ্ছেদে গড়িয়েছে। রুপার্টের বয়স এখন ৯২ বছর। এই বয়সে এসে ধনকুবের রুপার্ট আবারও প্রেমে পড়েছেন। বিয়ে করতে চাইছেন। ইতিমধ্যে বাগ্দান সেরে ফেলেছেন। আসছে গ্রীষ্মে পঞ্চমবারের মতো বসবেন বিয়ের পিঁড়িতে।
রুপার্টের জীবন আলো করে নতুন আসা এ নারী অ্যান লেসলি স্মিথ। ৬৬ বছর বয়স তাঁর। একসময় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশ চ্যাপলেইন (পুলিশের বিশেষ পরামর্শক) হিসেবে কাজ করেছেন। বিয়ে করেছিলেন ব্যবসায়ী, গায়ক ও টেলিভিশন নির্বাহী চেস্টার স্মিথকে। ১৪ বছর আগে মারা গেছেন চেস্টার স্মিথ।
জীবনের নয় দশক পেরিয়ে এসেও প্রেমের হাওয়ায় ভাসছেন বিশ্বের বিভিন্ন দেশের ১২০টি পত্রিকার মালিক রুপার্ট। গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় আনের সঙ্গে প্রথম পরিচয়। সেখান থেকে প্রণয়, এরপর পরিণয়ের উদ্যোগ। তবে পড়ন্ত বেলায় প্রেমে পড়ে ভীষণ উৎফুল্ল রুপার্ট। তাঁর ভাষায়, ‘এটা ভালো, আমি ভীষণ খুশি।’
বিবিসি, সিএনএন ও সিডনি মর্নিং হেরাল্ড অবলম্বনে।