ইসরায়েল-ইউক্রেনকে সহায়তার বিল সামনে আনল মার্কিন সিনেট

মার্কিন কংগ্রেসফাইল ছবি: রয়টার্স

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট গতকাল রোববার ১১৮ বিলিয়ন ডলারের একটি দ্বিদলীয় সহায়তা বিল সামনে এনেছে।

সহায়তা বিলের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার বিষয়টি আছে। আরও আছে ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তার প্রস্তাব।

মাস কয়েকের আলোচনার পর প্রস্তাবটি প্রকাশ্যে আনা হলো। তবে ডোনাল্ড ট্রাম্পসহ কট্টর রিপাবলিকানদের বিরোধিতার পরিপ্রেক্ষিতে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার শঙ্কা আছে।

আরও পড়ুন

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, আগামী বুধবার বিলটির ওপর প্রাথমিক ভোটের জন্য তিনি পদক্ষেপ নেবেন।

বিলটি আইনে পরিণত হলে, তা গত কয়েক দশকের মধ্যে মার্কিন অভিবাসন ও সীমান্ত নিরাপত্তায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

মার্কিন সিনেটের স্বতন্ত্র সদস্য কিরস্টেন সিনেমা সাংবাদিকদের বলেছেন, বিলটি আইন পরিণত হলে তা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তকে সুরক্ষিত করবে।

সিনেটর প্যাটি মারের তথ্য অনুযায়ী, বিলে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার জন্য ২০ দশমিক ২৩ বিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় প্রস্তাব করা হয়েছে ৬০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। ইসরায়েলের জন্য বিলে ১৪ দশমিক ১ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিলে অন্যান্য বিষয়েও সহায়তার প্রস্তাব আছে।

চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, বিলের অগ্রাধিকারগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিলটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

গত ডিসেম্বরে মার্কিন সিনেট ইউক্রেন ও ইসরায়েলের জন্য প্রস্তাবিত নতুন সহায়তার একটি বিল আটকে দিয়েছিলেন।