২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারমন্টে ভোট গ্রহণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু

কমলা হ্যারিসের পোস্টার লাগাচ্ছেন এক ব্যক্তি। অ্যারিজোনার গ্লু ফ্যাক্টরিতে, ২৫ জুলাই ২০২৪ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার সবার আগে ভোট গ্রহণ শুরু হয়েছে ভারমন্ট অঙ্গরাজ্যে। দেশটির পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে আজ স্থানীয় সময় ভোর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে কয়েকটি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

ভারমন্টে ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির আরও বেশ কিছু অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। ভারমন্টের পর যেসব অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হবে, সেগুলোর মধ্যে নিউইয়র্ক ও ভার্জিনিয়া অন্যতম।

এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে কতজন ভোট দেন, সেটা অবশ্যই দেখার বিষয়।

আরও পড়ুন

পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে থাকা তথ্যানুযায়ী, ২০২০ সালে দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন। ১৯০০ সালের পর যুক্তরাষ্ট্রে কোনো জাতীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ ভোট।

যুক্তরাষ্ট্রে এবার এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন।