ট্রাম্পকে সুযোগ না দিয়েই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রেফাইল ছবি: এএফপি

দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রেকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পকে সেই সুযোগ দেননি রে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

গতকাল বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে চিন্তাভাবনার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প এরই মধ্যে এফবিআই পরিচালক হিসেবে তাঁর পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল ‘নাটকীয়ভাবে’ এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার কথা বলেছেন।

বর্তমান এফবিআই পরিচালকও ট্রাম্পেরই পছন্দ ছিলেন। ২০১৭ সালে ১০ বছরের জন্য রেকে এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর রের নেতৃত্বে এফবিআই তাঁর বিরুদ্ধেই তদন্ত পরিচালনা করেছিল। এ জন্য রের সমালোচনা করেছিলেন ট্রাম্প।

বুধবার এফবিআইয়ের সভায় রে বলেন, ‘জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া এবং তারপর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি। ব্যুরো এবং নিজের জন্য আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা যেভাবে কাজ করি, সেখানে মূল্যবোধ এবং নীতিনৈতিকতার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

রে তাঁর বক্তব্য শেষ করার পর সবাই দাঁড়িয়ে হাততালি দেন বলে এপিকে জানিয়েছেন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরও বলেছেন, সে সময় সভায় উপস্থিত কারও কারও চোখে পানিও দেখা গেছে।

রের পূর্বসূরি জেমস কোমিকেও বরখাস্ত করেছিলেন ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্ত করতে গিয়ে ট্রাম্পের রোষানলে পড়েছিলেন কোমি।

আরও পড়ুন