২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘আমেরিকান আইডল’ প্রযোজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা পলা আবদুলের

মার্কিন তারকা পলা আবদুলফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘আমেরিকান আইডল’-এর নির্বাহী প্রযোজক নাইজেল লিথগোর বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে মামলা করেছেন পলা আবদুল। গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী পলা। সেই সঙ্গে তিনি আমেরিকান আইডলের সাবেক বিচারক।

লস অ্যাঞ্জেলস কাউন্টি সুপিরিওর আদালতে গত শুক্রবার মামলা করেন পলা। তাঁর অভিযোগ, নাইজেলের হাতে তিনি যৌন নিপীড়ন ও যৌন সহিংসতার শিকার হয়েছেন।

সিএনএনের কাছে আসা মামলার নথিতে দেখা গেছে, পলা দুটি পৃথক ঘটনার কথা উল্লেখ করে মামলা করেছেন। এর একটি চলতি শতকের শুরুর দিকের, অন্যটি ২০১৫ সালের।

প্রথম ঘটনার বিষয়ে পলার অভিযোগ, এটি ঘটেছিল আমেরিকান আইডলের অডিশনের সময়। একদিন লিফটে থাকা অবস্থায় পলাকে জোর করে লিফটের দেয়ালের সঙ্গে চেপে ধরেন নাইজেল। এরপর তাঁকে আলিঙ্গন করেন।

পলা বলেন, ‘আমি ধাক্কা দিয়ে নাইজেলকে সরিয়ে দিয়েছিলাম। তাঁকে বলেছিলাম, এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’

অন্যদিকে ২০১৫ সালে দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল নাইজেলের বাড়িতে, রাতের খাবারের আয়োজনে। ওই সময় সোফায় বসে ছিলেন পলা। এ সময় নাইজেল তাঁকে আলিঙ্গনের চেষ্টা করেন। ওই সময় নাইজেলকে সরিয়ে দেন তিনি।

ঘটনার এত দিন পর কেন মামলা করা হয়েছে, এ বিষয়েও অভিযোগে যুক্তি দিয়েছেন পলা। লিখেছেন, প্রকাশ্যে অভিযোগ করলে তাঁর ওপর ‘পেশাগত প্রতিশোধ’ নেওয়া হতে পারে, এমন ভয় ছিল পলার। তাই এত দিন পর তিনি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
পলা আরও অভিযোগ করেন, নাইজেলকে ২০১৫ সালে তাঁর এক সহকারীকে লাঞ্ছিত করতে দেখেছেন তিনি।

অবশ্য পলার এসব অভিযোগ অস্বীকার করেছেন নাইজেল। এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ ‘মিথ্যা’ ও ‘আপত্তিকর’ বলে উল্লেখ করেন।