যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার এ রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করে কলোরাডো অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের দেওয়া রায় অবৈধ ঘোষণা করে দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট এই রায় দিলেন।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ট্রাম্পকে কলোরাডোর রিপাবলিকান প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট।
ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বসম্মতিক্রমে রায়ে বলেন, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো অঙ্গরাজ্য।
যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতায় উসকানি বা সমর্থন দিলে তাঁকে সরকারি পদে অযোগ্য ঘোষণার এখতিয়ার রাখেন আদালত। এর উল্লেখ করে গত ১৯ ডিসেম্বর ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে রায় দেন কলোরাডোর সুপ্রিম কোর্ট।
তবে গতকাল রায়ে ফেডারেল সুপ্রিম কোর্ট বলেছেন, শুধু কংগ্রেস সংবিধানের এই অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে। ফলে কোনো রাজ্য এই অনুচ্ছেদ ব্যবহার করে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না।
সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়কে আমেরিকার বিজয় বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রায়ের পর নিজের প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমেরিকার জন্য এটা বড় জয়।’
ট্রাম্পের প্রথম হার
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের (প্রাইমারি) নির্বাচনে প্রথমবারের মতো হারলেন ট্রাম্প। গত রোববার ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ট্রাম্পকে পরাজয়ের এ স্বাদ দেন দলীয় প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি।
নিকি হ্যালি সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। নিজ অঙ্গরাজ্যের প্রাইমারিতেও ট্রাম্পের কাছে হেরেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন হ্যালি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে হ্যালিই প্রথম নারী, যিনি রক্ষণশীল রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হলেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও মাঠ ছাড়তে রাজি নন হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সুপার টুয়েসডেতে নজর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রাইমারির সবচেয়ে বড় দিন হতে যাচ্ছে আজ মঙ্গলবার। একসঙ্গে ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে দলীয় নির্বাচনের ভোট হওয়ায় এ দিনটি ‘সুপার টুয়েসডে’ নামে পরিচিত। এই দিনই অনেকটা নিশ্চিত হয়ে যাবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি থেকে কে মনোনয়ন পাচ্ছেন।
রিপাবলিকান দল থেকে মনোনয়ন চূড়ান্ত করতে যেকোনো প্রার্থীকে ২ হাজার ৪২৯ জন প্রতিনিধির মধ্যে ১ হাজার ২১৫ জনের সমর্থন প্রয়োজন হয়। আজকের ভোটাভুটিতে ৮৭৪ জনের সমর্থন নিশ্চিত করা যাবে।
অন্যদিকে এদিন ৩ হাজার ৯৭৯ ডেমোক্র্যাট প্রতিনিধির মধ্যে ১ হাজার ৪৩৯ জন তাঁদের সমর্থন জানাবেন। অবশ্য ডেমোক্র্যাটদের দলীয় বাছাইয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিপরীতে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই।