ধর্ষণের অভিযোগকারী নারীকে সাবেক স্ত্রী ভেবে ভুল করেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী নারী ই জিন ক্যারলকে চিনতে ভুল করেছিলেন। ওই ধর্ষণের মামলায় জবানবন্দি নেওয়ার সময় ট্রাম্পকে ই জিন ক্যারলের একটি ছবি দেখানো হয়। তা দেখে তিনি বলেছিলেন, সেটি তাঁর সাবেক স্ত্রী মারলা ম্যাপলসের ছবি। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতে উপস্থাপন করা সেই ভিডিও জবানবন্দিতে এ দৃশ্য দেখা গেছে।
৭৯ বছর বয়সী সাবেক কলাম লেখক ক্যারলের অভিযোগ, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি এক বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাঁকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এ ঘটনায় নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন তিনি।
গতকাল আদালতে ৯ সদস্যের জুরি বোর্ডের সামনে ট্রাম্পের ভিডিও জবানবন্দিটি উপস্থাপন করা হয়। ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান গত অক্টোবরে জবানবন্দিটি নেন। এতে দেখা যায়, জবানবন্দি নেওয়ার সময় ট্রাম্পকে একটি ছবি দেখানো হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানে ট্রাম্প অন্য মানুষের সঙ্গে কথা বলছেন। ওই ছবিতে ক্যারলও ছিলেন। ছবিতে তাঁকে দেখানো হলে ট্রাম্প বলে ওঠেন, ‘এ তো মারলা’।
মারলা হলেন ট্রাম্পের সাবেক স্ত্রী। এরপর ট্রাম্পের আইনজীবীরা তাঁকে তাঁর ভুলটি ধরিয়ে দিয়ে বলেন, ‘না, ইনি ক্যারল’।
ক্যারলের আইনজীবীদের যুক্তি হলো ওই ছবিকে ঘিরে ট্রাম্প যেভাবে ভ্যাবাচেকা খেয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, ক্যারল সম্পর্কে তাঁর দাবিটি ঠিক নয়। কারণ, ক্যারলের অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলে আসছেন, তিনি যে ধরনের মানুষকে পছন্দ করেন, ক্যারল সে ধরনের নারী নন।
২০১৯ সালে ক্যারল প্রথম অভিযোগ তোলার পর থেকে ট্রাম্প বারবারই এমন দাবি করে আসছেন।
এই দেওয়ানি মামলার বিচারকাজ চলাকালে এখন পর্যন্ত আদালতে হাজির হননি ট্রাম্প। ম্যানহাটনের আদালতে দুই সপ্তাহ ধরে চলা এ বিচারপ্রক্রিয়া এখন শেষ হওয়ার পথে। গতকাল দুই পক্ষই আদালতে তাদের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছে। তবে এদিন ট্রাম্পের আইনজীবী দল তাঁর পক্ষে কোনো সাক্ষীকে আদালতে হাজির করেনি।
গলফ খেলার অংশ হিসেবে বর্তমানে আয়ারল্যান্ডে আছেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেছেন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরবেন এবং আদালতে ক্যারলের মুখোমুখি দাঁড়াবেন।
ক্যারলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলেও উল্লেখ করেন তিনি।