মারাত্মক সংক্রামক এক রোগ নিয়ে গবেষকদের সতর্কবার্তা

হরিণ থেকে এ রোগ ছড়ায়। ফাইল ছবিছবি: রয়টার্স

কানাডার বিজ্ঞানীরা মারাত্মক সংক্রামক এক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন। এ রোগের নাম ‘জম্বি ডিয়ার’। তবে এটি ক্রনিক ওয়াস্টিং নামেও পরিচিত। খবর এনডিটিভির।

হরিণের ক্ষেত্রে এ রোগ দেখা গেলেও এটি দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এ রোগ হলে স্নায়ু সংক্রমিত হয়। এতে যে প্রাণী সংক্রমিত হয়, তার বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ে।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে হরিণের মধ্যে এ রোগ দেখা গেছে। দ্য গার্ডিয়ান–এর এক খবরে বলা হয়, রোগটির বিস্তার ঠেকাতে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

জানুয়ারি মাসের শেষ দুটি ঘটনা জানাজানির পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। কর্মকর্তারা সড়কে নিহত হরিণসহ বিভিন্ন প্রাণী দ্রুত পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।