শ্বেতশুভ্র পোশাকে ট্রাম্পের হাতে হাত রেখে নাচলেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের নাচছবি: রয়টার্স

শ্বেতশুভ্র পোশাকে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে হাত রেখে নাচলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। আগের মেয়াদের মতো এবারও নজর কেড়েছে ফার্স্টলেডির পোশাক। ভ্যানিলা  সিল্ক ক্রেপ দিয়ে বানানো  গলায় বিশেষ নকশার গাউনটি ছিল পা পর্যন্ত লম্বা। মেলানিয়ার পোশাক ছিল আভিজাত্য আর সৌন্দর্যের প্রতীক।

মেলানিয়ার সঙ্গে মিলিয়ে পোশাক পরেছিলেন ট্রাম্পও।  মেলানিয়ার সাদা-কালো রঙের গাউনের সঙ্গে রং মিলিয়ে সাদা শার্ট এবং কালো রঙের স্যুট ও বো টাই পরে আসেন ট্রাম্প।

হাতে হাত রেখে বল নাচের মঞ্চে প্রবেশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প
ছবি: রয়টার্স

ট্রাম্প-মেলানিয়া যখন হাতে হাত ধরে হাসিমুখে বল নাচের মঞ্চে  প্রবেশ করেন তখন হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। এ সময় মেলানিয়াকে বেশ উচ্ছ্বসিত দেখায়। তিনি হাত নেড়ে দর্শকদের অভিবাদনের উত্তর দেন। এরপর গানের তালে তালে তাঁরা নাচতে শুরু করেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বল নাচে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্স
ছবি: রয়টার্স

মেলানিয়ার  শ্বেতশুভ্র গাউনটি  ভ্যানিলা  সিল্ক ক্রেপ দিয়ে বানানো। গলায় বিশেষ নকশার গাউনটি ছিল পা পর্যন্ত লম্বা। সেটির ওপর কালো রঙের চওড়া রিবন দিয়ে জ্যামিতিক নকশা করা। গাউনের বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে কিছুটা অংশ অনাবৃত ছিল।

ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ২০১৭ সালের ২০ জানুয়ারিতে প্রথম বল নাচে মেলানিয়া প্রায় একই রকম একটি গাউন পরে এসেছিলেন। তাঁর ওই গাউনটি ফরাসি আমেরিকান ডিজাইনার হারভে পিয়েরের নকশা করা ছিল। মেলানিয়ার এবারের গাউনটিও হারভে পিয়েরে নকশা করেছেন বলে জানিয়েছে সিএনএন।

২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিষেকের পর বল নাচের মঞ্চে  ট্রাম্প-মেলানিয়া
ছবি: এএফপি

বল নাচে অংশ নেওয়ার আগে ওভাল অফিসে বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর আগে চলে শপথ গ্রহণ অনুষ্ঠানে। একই মঞ্চে নাচেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও সেকেন্ড লেডি উষা চুলুকুরি।

আরও পড়ুন