উপসাগরীয় অঞ্চলে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
ফাইল ছবি: এএফপি

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের নিরাপত্তায় অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষাবিষয়ক জ্যেষ্ঠ এক কর্মকর্তা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।

গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে দুটি তেলবাহী জাহাজ ইরান জব্দ করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই ঘটনার পর যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষাবিষয়ক জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে উপসাগরীয় অঞ্চলে আরও এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হবে।

নাম গোপন রাখার শর্তে প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, এফ-১৬ মোতায়েনের ফলে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি তা অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতির বিষয়টি আরও বেশি দৃশ্যমান হবে।

আরও পড়ুন

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, সম্প্রতি দুটি ঘটনার সময় তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ইউএসএস ম্যাকফাউল রণতরি ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ইরানের নৌবাহিনীর জাহাজ পিছু হটে।

পেন্টাগনে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার আগ্রাসন বাড়ছে। এ পরিস্থিতি কোন ধরনের সামরিক পন্থায় মোকাবিলা করা হবে, তা চিন্তাভাবনা করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানানো হলেও সংবাদ সম্মেলনে এটুকু বলা হয়, সিরিয়ার পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএল) যোদ্ধাদের বিরুদ্ধে আকাশপথে অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। কোনোভাবেই পিছু হটবে না ওয়াশিংটন।