ফক্স নিউজের শিক্ষানবিশ থেকে কীভাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন

ক্যারোলিন লেভিতছবি: ক্যারোলিনের ইনস্টাগ্রাম থেকে

মাত্র ২৭ বছর বয়সেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ক্যারোলিন লেভিত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরবর্তী মেয়াদে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে এই নারীকে মনোনয়ন দিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের আনুষ্ঠানিক শপথের পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ এই পদে যোগ দেবেন ক্যারোলিন। আর তখন তিনি হবেন, হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি ।

তবে হোয়াইট হাউসে কাজ করার কিংবা সংবাদমাধ্যমকে সামাল দেওয়ার অভিজ্ঞতা ক্যারোলিন লেভিতের নতুন নয়। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন।

আরও পড়ুন

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মেয়ে ক্যারোলিন। মধ্যবিত্ত ব্যবসায়িক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। পড়াশোনা করেছেন নিউ হ্যাম্পশায়ারের ক্যাথলিক প্রতিষ্ঠান সেন্ট আন্সলেম কলেজে। বিষয় ছিল যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান। ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন ক্যারোলিন।

হোয়াইট হাউসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শিক্ষানবিশ ছিলেন ক্যারোলিন। হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হওয়ার আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বক্তব্য-বিবৃতি লেখার কাজে সম্পৃক্ত ছিলেন।

আরও পড়ুন

এএফপির তথ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন। নিজের নতুন প্রশাসনে এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যারোলিন লেভিত
ছবি: ক্যারোলিনের ইনস্টাগ্রাম থেকে

ক্যারোলিন নিজেও প্রতিনিধি পরিষদের সদস্য হতে চেয়েছিলেন। এ জন্য ২০২২ সালের নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটে লড়েন। কিন্তু ডেমোক্রেটিক ক্রিস পাপাসের কাছে হেরে যান।

আরও পড়ুন

ওই সময় কর কমানো, সীমান্ত সুরক্ষা বাড়ানো, সীমান্তে প্রাচীর নির্মাণ শেষ করা, আইনশৃঙ্খলা জোরদার করার বিষয়ে জোর প্রচার চালিয়েছিলেন ক্যারোলিন। এসবের বেশির ভাগই ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প আবারও লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর, ট্রাম্পের প্রচার শিবিরে যোগ দেন ক্যারোলিন। এবার দায়িত্ব বেশ বড়। প্রচার শিবিরের ‘ন্যাশনাল প্রেস সেক্রেটারি’ হন তিনি। তাই সংবাদমাধ্যমে বেশ পরিচিত মুখদের একজন তিনি।

সন্তানের সঙ্গে ক্যারোলিন লেভিত
ছবি: ক্যারোলিনের ইনস্টাগ্রাম থেকে

ক্যারোলিন বিবাহিত। এক সন্তানের মা। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাস চারেক আগে জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এখন ২৭ বছর বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হয়ে ইতিহাস গড়ার হাতছানি ক্যারোলিনের সামনে। ট্রাম্প তাঁকে একজন ‘দক্ষ ও দৃঢ়চেতা’ মানুষ হিসেবে উল্লেখ করে গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছেন।

এর আগে সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হয়েছিলেন রন জিয়েগলার। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাঁকে এই পদে নিয়োগ দেন। তখন রনের বয়স ছিল ২৯ বছর।

আরও পড়ুন