আর্থিক সংকটে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’, ব্যবহারকারীও কম

টুইটারে নিষিদ্ধ হওয়ার পর ব্যক্তি উদ্যোগে ট্রুথ সোশ্যাল নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ আর্থিক সমস্যায় পড়েছে। টুইটারে নিষিদ্ধ হওয়ার পর ব্যক্তি উদ্যোগে ট্রুথ সোশ্যাল খোলেন ট্রাম্প। কিন্তু কার্যক্রম শুরুর ছয় মাস পেরোলেও এখন পর্যন্ত প্ল্যাটফর্মটিতে তেমন ব্যবহারকারীও তৈরি হয়নি। গত বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যালের হোস্ট রাইটফোর্জ নামের একটি কোম্পানি। ট্রুথ সোশ্যালের কাছে ওই কোম্পানির পাওনা ১৬ লাখ মার্কিন ডলার। কিন্তু ট্রুথ সোশ্যাল দেনা পরিশোধ করতে পারছে না।

বিষয়টি নিয়ে ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপের মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। এ নিয়ে রাইটফোর্জের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

রাইটফোর্জ বলছে, যে ভবনে ট্রুথ সোশ্যালের কার্যালয়, সে ভবনের নিচতলায় তাদের কার্যালয়। তারা ট্রাম্পকে তাঁর প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে।

ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশন নামের একটি কোম্পানির সঙ্গে ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের একীভূত হওয়ার কথা ছিল। ১০ মাস আগে ঘোষণাও দেওয়া হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা হয়নি। একীভূত হলে ট্রুথ সোশ্যাল নতুন বিনিয়োগ পেতে পারে।

আরও পড়ুন

তবে ওই একীভূত হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, গত বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে আগামী ৬ সেপ্টেম্বর বিশেষ শেয়ারহোল্ডারদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আগামী বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত একীভূত করার বিষয়টি বিলম্বিত করার প্রস্তাব দিয়ে তাতে বিনিয়োগকারীদের সম্মতি চাওয়া হবে বলে জানানো হয়েছে। কোম্পানিটি বলেছে, এর পক্ষে যথেষ্ট সমর্থন না পেলে তাদের কোম্পানি বন্ধ করে দিতে হবে।

আরও পড়ুন

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের আর্থিক বিবরণীতে দেখা যায়, জুনের শেষে তাদের কাছে নগদে মাত্র তিন হাজার ডলার ছিল।