মেয়ের ৩ মাস পর বাবাও জিতলেন লটারি
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক ব্যক্তি লটারিতে ৫০ হাজার ডলার জিতে নিয়েছেন। আর এর মাত্র তিন মাস আগে তাঁর মেয়ে দেড় লাখ ডলারের জ্যাকপট জিতেছিলেন।
হ্যাজার্ডের বাসিন্দা উইলিয়াম ফানিন তাঁর স্ত্রী ফ্রেইদাকে নিয়ে ১৩ মে কেন্টাকি লটারির সদর দপ্তরে যান। সেখান থেকে তিনি লটারির ৫০ হাজার ডলার অর্থ গ্রহণ করেন।
ফানিন হ্যাজার্ডের ইস্ট মেইন স্ট্রিটের জিপ জোন থেকে টিকিটটি কিনেছিলেন। তিনি বলেন, ২৫ বছর ধরে তিনি অন্য একটি স্টোর থেকে সাপ্তাহিক পাওয়ারবল টিকিট কেনেন। কিন্তু জিপ জোন থেকে আচমকা এটি কিনে বড় অঙ্কের লটারি জিতে নিয়েছেন।
মেয়ে লটারি জেতার ঠিক তিন মাস পর ফানিন এই লটারি জিতলেন। তাঁর মেয়ে স্টারলা অনলাইনে দ্য মেরি মানি বোনাস জ্যাকপট ইনস্ট্যান্ট প্লে গেম খেলে জিতে নেন ১ লাখ ৫০ হাজার ৪৩৮ ডলারের লটারি।
ফানিন বলেন, তাঁর মেয়ে স্টারলাই প্রথম জিপ জোনে ৫০ হাজার ডলারের পাওয়ারবল টিকিট বিক্রির কথা জানতে পারেন।
ফানিন লটারি কর্মকর্তাদের বলেন, স্টারলা বিষয়টি তাঁর মাকে জানিয়ে প্রথম খুদে বার্তা পাঠান। তবে তিনি বলেন, বাবা সাধারণত যেখান থেকে কেনেন, এটি সেই জায়গা নয়।
পরদিন সকালে ফানিন একটি দোকানে তাঁর টিকিটটি স্ক্যান করে দেখেন, তিনি ৫০ হাজার ডলার পেয়েছেন।
ফানিন বলেন, তিনি লটারি জেতার খবরটি স্ত্রীকে জানাতে বাড়ি গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, বসো।’
ফানিন দম্পতি বলেন, লটারি জয়ের কথা শুনে তাঁদের মেয়ে স্টারলা সবচেয়ে বেশি রোমাঞ্চিত।
ফানিন বলেন, ‘স্টারলা আমার চেয়ে বেশি খুশি হয়েছে। খবরটি শুনে সে খুবই রোমাঞ্চিত।’