রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট দুই মার্কিনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন নাগরিকের বাড়িতে চলতি মাসের শুরুর দিকে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
দুই ব্যক্তির মধ্যে একজন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। অপরজন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানের উপদেষ্টা ছিলেন।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে রুশ সরকার। এমন সতর্কতার প্রেক্ষাপটে দুই মার্কিনের বাড়িতে তল্লাশি চালানো হলো।
তল্লাশি চালানো বাড়ি দুটির একটি নিউইয়র্কে অবস্থিত। বাড়িটি স্কট রিটারের। তিনি জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। মার্কিন পররাষ্ট্রনীতির একজন সমালোচকও তিনি।
অপর বাড়িটি ভার্জিনিয়ায় অবস্থিত। বাড়িটি দিমিত্রি কে সিমসের। তিনি ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের উপদেষ্টা ছিলেন।
উভয় ব্যক্তি সংবাদমাধ্যমে পৃথক বিবৃতি দিয়ে তাঁদের বাড়িতে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এফবিআই গতকাল বুধবার জানিয়েছে, তারা আদালতের অনুমতিসাপেক্ষে সুনির্দিষ্ট স্থানে তল্লাশি কার্যক্রম চালিয়েছে।
মার্কিন গোয়েন্দারা বলছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রাশিয়া এখনো বড় হুমকি। এক প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন দিতে মস্কো নানা কৌশল নিচ্ছে। এমনকি তারা বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।
গতকাল নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যেসব মার্কিন নাগরিক রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কের সঙ্গে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে বড় পরিসরে ফৌজদারি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
বেনামি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, শিগগির আরও তল্লাশি চালানো হতে পারে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।
তবে সিমস ও রিটারের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ আনার কোনো ঘোষণা দেননি সরকারি কৌঁসুলিরা।
রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল ওয়ান টেলিভিশনে একটি সাপ্তাহিক টক শো উপস্থাপনা করেন সিমস। তিনি রাশিয়ার আরেকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুতনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁকে ভয় দেখানো, অসম্মান করা, যুক্তরাষ্ট্র থাকতে না পারার মতো পরিবেশ তৈরি করতেই এফবিআই এই তল্লাশি চালিয়েছে। তাঁকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করাও এই তল্লাশির একটি উদ্দেশ্য।
অন্যদিকে রিটার বলেছেন, মার্কিন সরকারের ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তবে তিনি এই আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন।
রিটার বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। এই রোষ থেকেই তল্লাশি চালানো হয়েছে। তবে তল্লাশিকালে তিনি এফবিআইকে সহযোগিতা করেছেন।
চলতি সপ্তাহেই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক রাশিয়া টুডের (আরটি) ওয়েবসাইটে লিখেছেন রিটার। তিনি ২০২০ সালের এপ্রিল থেকে আরটিতে প্রদায়ক হিসেবে কাজ করছেন।