দারিদ্র্য দূর করবে রোবট: ইলন মাস্ক
গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক মানবসদৃশ রোবট অপটিমাসের হালনাগাদ সংস্করণ প্রদর্শন করেছেন। তিনি দাবি করেছেন, এই রোবট একদিন বিশ্বের দারিদ্র্য দূর করবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে টেসলার বার্ষিক অনুষ্ঠান ‘টেসলা এআই ডে’ আয়োজনে এ রোবট প্রদর্শন করা হয়।
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় একটি মানবসদৃশ রোবট তৈরি করা। তবে এর জন্য আরও অনেক কাজ করতে হবে।’
অনুষ্ঠানে টেসলার প্রকৌশলীরা তাঁদের উপস্থাপনার মাধ্যমে উন্নত রোবটটি দেখান। অপটিমাস রোবটটিতে তাঁরা টেসলার স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো যুক্ত করার কথা বলেন। তাঁদের দাবি, এতে অপটিমাস রোবটটি নিরাপদে চলাফেরা করতে সক্ষম হবে। এ ছাড়া রোবটটি কারখানায় বিভিন্ন কাজ করতে সক্ষম হবে।
টেসলার অনুষ্ঠানে অপটিমাসের পাশাপাশি অন্য যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি আরেকটি রোবট প্রদর্শন করা হয়। এই রোবট মঞ্চে নাচের ভঙ্গিমা করে দর্শকদের আনন্দ দিয়েছে। ইলন মাস্ক বলেন, ‘আমরা যা দেখালাম তার চেয়েও অনেক বেশি কিছু করতে পারে এই রোবট। এটা মুখ থুবড়ে পড়ুক, আমরা তা চাই না।’
সাশ্রয়ী খরচে উন্নত রোবট প্রসঙ্গে মাস্ক আরও বলেন, ‘ভবিষ্যৎ হবে প্রাচুর্যের। এমন এক ভবিষ্যৎ হবে, যেখানে কোনো দারিদ্র্য থাকবে না। অর্থাৎ ভবিষ্যতে আপনি পণ্য ও সেবার ক্ষেত্রে যা চান, তা-ই পাবেন। এটি আসলে সভ্যতার একটি মৌলিক রূপান্তর।’
ইলন মাস্ক অবশ্য এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করে বলেছিলেন, এটি মানব সভ্যতার জন্য হুমকি। তবে তিনি টেসলার অনুষ্ঠানে বলেছেন, ‘তাঁরা সমাজের এমন রূপান্তর চান, যেখানে রোবট কাজ করবে আর মানুষ তা থেকে সুবিধা নেবে। এটা নিরাপদ।’
ইলন মাস্ক রোবটের বিপদ সম্পর্কেও সচেতন। তিনি বলেছেন, ‘সব সময় সতর্ক থেকেছি যাতে আমরা টার্মিনেটর তৈরির পথে না হাঁটি।’ তিনি টার্মিনেটর সিনেমার খুনি যন্ত্রমানবের বিষয়টির প্রসঙ্গ টেনে বলেন, টেসলা রোবটের জন্য একটি নিরাপত্তা বৈশিষ্ট্য তৈরি করছে, যাতে তাকে থামানোর সুযোগ থাকবে। এটি মূলত স্টপ বাটন। এখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
বিশ্বের শীর্ষ এই ধনী বলেন, তাঁদের কারখানায় অপটিমাস রোবটের ব্যবহার শুরু হচ্ছে। প্রথমে যন্ত্রাংশ স্থানান্তরের মতো সহজ কাজগুলো করবে এই রোবট। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে মানুষ এসব রোবট কিনতে পারবে। তাঁদের তৈরি অপটিমাস রোবটের দাম হতে পারে ২০ হাজার মার্কিন ডলারের কম।
উল্লেখ্য, ইলন মাস্কের সঙ্গে বর্তমানে টুইটারের মামলা চলছে। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব ফিরিয়ে নেওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা করেছে টুইটার কর্তৃপক্ষ।