২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ট্রাম্প ও তাঁর সমর্থকেরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উগ্র সমর্থকেরা আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি। খবর এএফপির।

গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলে দেওয়া ভাষণে এ কথা বলেন বাইডেন। দুই শতাব্দীর বেশি সময় আগে এই ফিলাডেলফিয়াতেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র সই হয়। গৃহীত হয় যুক্তরাষ্ট্রের সংবিধান।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর উগ্র সমর্থকদের তীব্রভাবে আক্রমণ করলেন বাইডেন। তিনি তাঁদের আমেরিকান গণতন্ত্রের শত্রু হিসেবে অভিহিত করেছেন।

বাইডেন বজ্রকণ্ঠে বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।

বাইডেন বলেন, দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যাঁরা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, তিনি তাঁদের সবার নিন্দামন্দ করছেন না। সব রিপাবলিকান, এমনকি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান মাগা রিপাবলিকান নন।

বাইডেন বলেন, আমেরিকাতে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।

রাজনৈতিক সহিংসতার কথা দিয়ে বাইডেন মূলত ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্পের উগ্র সমর্থকদের রক্তক্ষয়ী হামলার প্রতি ইঙ্গিত করেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও তা মানতে অস্বীকৃতি জানান রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। নির্বাচনে বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে ট্রাম্পের হাজারো উগ্র সমর্থক গত বছরের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলা চালিয়েছেন। এই হামলায় ট্রাম্পের উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

বাইডেন তাঁর বক্তৃতায় গর্ভপাতের অধিকারের ওপর কট্টর রক্ষণশীলদের আক্রমণের কথা উল্লেখ করেন। তিনি গর্ভনিরোধক থেকে সমকামী বিয়েসহ অন্যান্য স্বাধীনতার প্রতি কট্টর রক্ষণশীলদের হুমকির প্রসঙ্গেও আনেন।

বাইডেন বলেন, মাগা শক্তি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি সতর্ক করে বলেন, এখন সাম্য ও গণতন্ত্র আক্রমণের মুখে।

বাইডেন বলেন, ‘আমি আমাদের জাতিকে এক হতে আহ্বান জানাই। আদর্শ নির্বিশেষে আমাদের গণতন্ত্রকে রক্ষার একক উদ্দেশ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাই।’