ট্রাম্প প্রেসিডেন্ট হলে আবার বিপদের হুঁশিয়ারি কমলার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প লাগামহীন ক্ষমতার পিছে ছুটছেন বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে উপস্থিত লাখো জনতার সামনে তিনি এ সতর্কবার্তা দেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে এ সমাবেশের আয়োজন করা হয়। কমলার নির্বাচনী প্রচারশিবিরের হিসাব অনুযায়ী, সমাবেশে এসেছিলেন ৭৫ হাজারের বেশি মানুষ। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার আগে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা যেখানে তাঁর সঙ্গে জড়ো হয়েছিলেন, সেখানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে কমলা হ্যারিস বলেন, ‘আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কে।’ তিনি আরও বলেন, তৎকালীন এই মার্কিন প্রেসিডেন্ট ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় মেনে না নিয়ে ক্যাপিটল হিলে একদল সশস্ত্র মানুষ পাঠান।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা ট্রাম্পের উদ্দেশে বলেন, তিনি অস্থির, প্রতিশোধপরায়ণ, অপরাধপ্রবণ। তিনি অবাধ ক্ষমতার পেছনে ছুটছেন।

ওই সমাবেশে কলেজশিক্ষার্থী, প্রবীণসহ নানা শ্রেণি–পেশার মানুষ এসেছিলেন। কেউ বিদেশ থেকে, কেউ নিউইয়র্ক থেকে, কেউ আবার ভার্জিনিয়ার আশপাশের এলাকা থেকে সমাবেশে অংশ নেন। অনেক নারী তাঁদের মেয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে দল বেঁধে সমাবেশে উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুন

গতকাল রয়টার্স/ইপসসের এক জরিপে দেখা গেছে, কমলা হ্যারিসের প্রতি নিবন্ধিত ভোটারদের সমর্থন ৪৪ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে নেমেছে।

জুলাই মাসের পর থেকে রয়টার্স/ইপসসের সব জরিপে এগিয়ে ছিলেন কমলা। তবে গত সেপ্টেম্বরের শেষ সময়ের পর থেকে তাঁর অবস্থান ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে।

আরও পড়ুন