প্রতিটি ভোটের জন্য ছুটতে হচ্ছে কমলা ও ট্রাম্পকে
ট্রাম্পের বয়স ও মানসিক স্বাস্থ্য নিয়ে আক্রমণ করছেন কমলা। গণমাধ্যমে সাক্ষাৎকারে জোর।
ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিষয়টিকে প্রচারে জোর দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্যের প্রতিটি ভোটকেই মূল্যবান মনে করা হচ্ছে। তাই প্রতিটি ভোটের জন্যই ছুটছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার লাতিন ভোটারদের কাছে টানতে তাঁদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা গতকাল সাক্ষাৎকার দিতে ব্যস্ত সময় কাটিয়েছেন।
এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁরা যেদিকে ঝুঁকবেন, হোয়াইট হাউসের পাল্লা তাঁর দিকে ভারী হবে। তাই এই ভোটারদের কাছে টানতে কমলা ও ট্রাম্পের প্রচারশিবির থেকে কোটি কোটি ডলার অর্থ খরচ করা হচ্ছে। তবে নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে বিভিন্ন জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টিই দেখানো হচ্ছে।
নির্বাচনের ফল যাই হোক না কেন, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্র ইতিহাস গড়বে। যুক্তরাষ্ট্রে হয় প্রথমবার কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন অথবা কোনো ফৌজদারি মামলার অভিযুক্ত ব্যক্তি প্রথমবারের মতো প্রেসিডেন্ট হবেন।
এর মধ্যেই গত রোববার ৬০ বছর বয়সে পদার্পণ করেছেন কমলা। তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৮ বছর। কমলার পক্ষ থেকে ট্রাম্পের বয়স ও মানসিক স্বাস্থ্য নিয়ে আক্রমণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার তিনি এনবিসি নিউজকে সাক্ষাৎকার দেন। এ ছাড়া নির্বাচনে তাঁর পক্ষে কথা বলতে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি কমলার হয়ে উইসকনসিন ও মিশিগানে প্রচার চালাবেন। এদিকে ট্রাম্পের পক্ষ থেকে অভিবাসনবিরোধী আক্রমণ জোরদার করা হয়েছে। তিনি ফ্লোরিডায় লাতিন ভোটারদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিচ্ছেন। এরপর তিনি নর্থ ক্যারোলাইনায় প্রচার চালাবেন। ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিষয়টিকে প্রচারে জোর দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন প্রচারে ট্রাম্প নির্দিষ্ট বিষয়বস্তুর বাইরেও নানা মন্তব্য করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে পুরোদমে চলছে আগাম ভোট গ্রহণ। সর্বশেষ আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে ফ্লোরিডা ও উইসকনসিনে। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ ৪৭টি অঙ্গরাজ্যে আগাম ভোটের প্রস্তুতি চলছে। গত সোমবার ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়, উইসকনসিনে শুরু হয়েছে গতকাল। আগাম ভোট গ্রহণ মূলত নির্বাচনের দুই সপ্তাহ আগে শুরু হয়। চলে ৩ নভেম্বর পর্যন্ত।
গত সপ্তাহে জর্জিয়ায় আগাম ভোট গ্রহণ শুরু হয়। সেখানে এবার রেকর্ডসংখ্যক ভোটার ব্যালট সংগ্রহ করেন। অঙ্গরাজ্যগুলোর মধ্যে শুধু আলাবামা, মিসিসিপি ও নিউ হ্যাম্পশায়ারে আগাম ভোট হয় না। ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রেও এসব অঙ্গরাজ্যে কড়াকড়ি রয়েছে।
ইলেকশন প্রজেক্ট নামের একটি স্বতন্ত্র সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ডাকযোগে বা সরাসরি প্রায় দেড় কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন। ২০২০ সালে যে পরিমাণ ভোট পড়েছিল, এ ভোট প্রায় তার ১০ শতাংশ।