ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত ১
নতুন বছরের প্রথম দিন বুধবার যুক্তরাষ্ট্রে একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। লাস ভেগাসের ওই হোটেলটির মালিক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, বৈদ্যুতিক যানটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশদ্বারের সামনে ছিল। হঠাৎই সেটিতে বড় ধরনের বিস্ফোরণ হয়।
সেই সময়ের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, স্টেইনলেস স্টিলের তৈরি ট্রাকটি হোটেলের প্রবেশদ্বারে পার্ক করে রাখা। বিকট বিস্ফোরণে সেটিতে আগুন ধরে যায়। বড় বিস্ফোরণের পর সেটিতে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণের পর সাইবারট্রাকের ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শেরিফ ম্যাকমাহিল। সাতজন সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
বিস্ফোরণের পর এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন টেসলাপ্রধান ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘হয় অনেক বেশি পরিমাণে আতশবাজি অথবা ভাড়া নেওয়া ওই সাইবারট্রাকের ভেতর একটি বোমা বহন করা হয়েছিল। যে কারণে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের সঙ্গে গাড়ির কোনো সম্পর্ক নেই।’
এ পোস্টের আগে মাস্ক বলেছিলেন, টেসলার জ্যেষ্ঠ বিশেষজ্ঞদের পুরো দল বিস্ফোরণের এই ঘটনা নিয়ে তদন্ত করেছেন। তাঁরা কখনো এর আগে এমন কিছু দেখেননি বলেও জানান তিনি।
বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে পুলিশ এখনো তদন্ত করছে। নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে এনবিসি, সিবিএসসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণ সন্ত্রাসী হামলা কিনা, পুলিশ সেটাও খতিয়ে দেখছে।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জোরালো সমর্থন দিয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক। ভোটে জেতার পর তার প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। সরকারি ব্যয় কমাতে ট্রাম্প যে কমিশন গঠন করেছেন, সেটির দুই প্রধানের একজন মাস্ক।
ট্রাম্পের হোটেলের সামনে এ বিস্ফোরণের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন তাঁর দলকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
তবে ওই ঘটনার সঙ্গে লাস ভেগাসের ঘটনার কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছেন ম্যাকমাহিল। বিস্ফোরণের ঘটনার পর হোটেল খালি করে ফেলা হয়েছে বলেও জানান তিনি।