টাইটানিকের সেই দরজা বিক্রি
১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক চলচ্চিত্রের বিয়োগান্ত দৃশ্যটির কথা মনে আছে? ওই দৃশ্যে নায়িকা রোজকে (কেট উইন্সলেট) টাইটানিক জাহাজের একটি ভাঙা দরজার ওপর তুলে দিয়েছিলেন নায়ক জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও)। ওই দরজায় কেবল একজনের জায়গা ছিল। তাই রোজকে সেখানে তুলে দিয়ে নিজের জীবন ভালোবাসার জন্য বিসর্জন দিয়ে ঠান্ডায় পানিতে ডুবে মারা গিয়েছিল জ্যাক। চলচ্চিত্রে ব্যবহার করা কাঠের ওই ভাঙা দরজার টুকরো বা প্রপসটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে।
যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস সম্প্রতি ‘ট্রেজার্স ফ্রম প্ল্যানেট হলিউড’ নামের এক নিলাম আয়োজনে টাইটানিকের ওই কাঠের টুকরা বিক্রির জন্য তোলে। নিলামে এটি প্রায় ৮ কোটি টাকায় (৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলার) বিক্রি হয়েছে। সাম্প্রতিক নিলামে টাইটানিকের দরজা সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বস্তু হিসেবে রেকর্ড গড়ে।
বালসা কাঠের তৈরি দরজাটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এ দরজায় টুকরো ব্যবহার করে শুধু কি একজনই বেঁচে থাকতে সক্ষম ছিল—এমন প্রশ্ন উঠেছে। এ প্রশ্নের জবাব দিতে পরিচালক জেমস ক্যামেরন একটি পরীক্ষা করেন। তাঁদের পরীক্ষায় দেখা যায়, ওই কাঠ ব্যবহার করে কেবল একজনের বাঁচাই সম্ভব ছিল।