শুধু এবারের মতো আমাকে ভোট দিন : ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ফিলাডেলফিয়ায় দুটি বক্তৃতায় তাঁর খ্রিষ্টান ও কৃষ্ণাঙ্গ সমর্থকদের আরেকবার ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের উদ্দেশে রক্তপাতে বিধ্বস্ত হওয়া শহরটিকে ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ে হাজারো সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি পুলিশকে তাঁদের কাজের জন্য দায়মুক্তি দেবেন এবং সহিংসতার বিরুদ্ধে লড়াইরত শহরগুলোতে সরকারি বাজেট বাড়াবেন।

এ বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ ও খুন কমেছে বলে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই যে প্রতিবদেন দিয়েছে, তাকে ভুয়া বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন ভুয়া তথ্য সামনে তুলে ধরছেন।

ফিলাডেলফিয়ায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘কুটিল জো বাইডেনের অধীন ভ্রাতৃপ্রেমের শহরগুলো রক্তপাত ও অপরাধে বিধ্বস্ত হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের অধীন আমরা সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে যাচ্ছি।’

ফিলাডেলফিয়ায় কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের কাছে টানতে অপরাধ দমনের বিষয়ে দীর্ঘ বক্তৃতা করেন ট্রাম্প। ইতিমধ্যে বেশ কয়েকটি জনমত জরিপে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয় হওয়ার খবরে খুশি ট্রাম্পের প্রচার শিবির। তবে ট্রাম্প তাঁর বক্তৃতায় বরাবরের মতোই অবৈধ অভিবাসনকে সমস্যা হিসেবে তুলে ধরেন। তিনি কোনো প্রমাণ না দিয়েই বলেন, অবৈধ অভিবাসীরা কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের কাজ কেড়ে নিচ্ছে। এ জন্য তিনি জো বাইডেনকে দোষারোপ করেন। তিনি বলেন, বাইডেন সীমান্ত খুলে দিয়ে এ সর্বনাশ করেছেন।

দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া পরিচিত। ফিলাডেলফিয়ায় ট্রাম্পের সমর্থক তুলনামূলক কম। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এখানে সহজেই জিতেছিলেন বাইডেন। এবার ট্রাম্প এখানে বাইডেনকে টক্কর দিতে চান।

এদিকে আগামী বৃহস্পতিবার আটলান্টায় মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত বিতর্কে বাইডেনের মুখোমুখি হবেন ট্রাম্প। ফিলাডেলফিয়ায় প্রচার শুরুর আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি কাকে রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট বেছে নেবেন, তার পরিকল্পনা সেরে ফেলেছেন। বিতর্ক অনুষ্ঠানে তিনি থাকতে পারেন।

এর আগে শনিবার সকালে রক্ষণশীল খ্রিষ্টানদের সংগঠন ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প তাঁকে শেষবারের মতো ভোট দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ‘খ্রিষ্টানরা চার্চে যান। কিন্তু তাঁরা ততটা ভোট দেন না। আপনারা যদি ভোট দেন, তবে আপনারা আপনাদের ক্ষমতা অনুধাবন করতে পারবেন। আপনাদের ভোট দেওয়ার জন্য আসতে হবে। শুধু এবারের মতো। এরপর চার বছর আর আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন পড়বে না।’