ট্রাম্পের এই সময়ে মেলানিয়া কেন নিশ্চুপ
ফৌজদারি মামলায় নিউইয়র্কের ম্যানহাটান আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণার আগে মাস ছয়েক মামলার শুনানি হয়েছে। শুনানিতে কখনোই আদালতকক্ষে ট্রাম্পের পাশে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়নি। এমনকি বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার দিনও মেলানিয়া তাঁর স্বামীর পাশে ছিলেন না। পুরোপুরি নিশ্চুপ আছেন সাবেক এই ফার্স্টলেডি।
বিশ্লেষকেরা বলছেন, আদালতকক্ষে মেলানিয়ার অনুপস্থিতি কিংবা তাঁর নিশ্চুপ থাকা সম্ভবত বিস্ময়কর কোনো ঘটনা না। এর কারণ ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়াকে নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে এ মামলা।
স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের এ সম্পর্ক যখন হয়েছে বলে বলা হচ্ছে, তখন ট্রাম্প সংসার করছেন মেলানিয়ার সঙ্গে। যদিও সাবেক পর্নো তারকার সঙ্গে সম্পর্কের বিষয়টি ট্রাম্প বরাবর অস্বীকার করে এসেছেন।
আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পর মেলানিয়া পুরোপুরি নিশ্চুপ থাকলেও ট্রাম্প পরিবারের অন্যদের মোটামুটি সরব হতে দেখা গেছে। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় ট্রাম্পের ছেলে এরিক আদালতকক্ষে বাবার পাশেই ছিলেন। আদালতকক্ষ থেকে বের হয়ে যাওয়ার এক পর্যায়ে মুহূর্তের জন্য বাবাকে আঁকড়ে ধরেন তিনি।
পরে এক্সে এক পোস্টে এরিক লিখেন, ‘৩০ মেকে তাঁর বাবা হয়তো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার দিন হিসেবে দেখবেন।’
ট্রাম্পের আরেক ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টিকটকে সংক্ষিপ্তভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। আদালতে বাবা দোষী সাব্যস্ত হওয়ার পর শুধু বিস্ময় চিহ্ন দিয়েই তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন।
এদিকে আদালতকক্ষে ট্রাম্পের দুই মেয়ে টিফানি ও ইভাঙ্কা উপস্থিত ছিলেন না। তবে বড় মেয়ে ইভাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পের উদ্দেশে ইভাঙ্কা লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি বাবা।’