ট্রাম্পের নির্বাচনী শিবিরে সাইবার হামলার চেষ্টায় চীন–সমর্থিত অপরাধীরা যুক্ত থাকতে পারে

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রানিংমেট জে ডি ভ্যান্সফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রানিংমেট জে ডি ভ্যান্সের ফোন বা অন্য নেটওয়ার্কে আড়িপাতার চেষ্টায় চীনসংশ্লিষ্ট সাইবার অপরাধীরা যুক্ত থাকতে পারেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এ বিষয়ে জানাশোনা আছে এমন একাধিক সূত্র বলেছে, ট্রাম্প-ভ্যান্সের নির্বাচনী প্রচারশিবিরকে এ নিয়ে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, ট্রাম্প ও ভ্যান্স যেসব ফোন ব্যবহার করেন সেগুলো বিস্তৃত সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস, তাঁর রানিংমেট টিম ওয়ালজ ও তাঁদের নির্বাচনী প্রচারশিবিরও সাইবার হামলার শিকার হয়েছে। এ বিষয়ে অবগত আছেন এমন এক ব্যক্তি বিবিসিকে এ তথ্য জানান। তবে কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রেসিডেন্ট প্রার্থীরা আসলেই সাইবার হামলার শিকার হয়েছেন কি না, তা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই।

এফবিআই এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘চীনের সঙ্গে সম্পর্কিত কেউ বাণিজ্যিক টেলিযোগাযোগ অবকাঠামোতে অনুপ্রবেশ করেছে কি না’ তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর তারা দ্রুত আক্রান্ত কোম্পানিগুলোকে এ বিষয়ে জানিয়েছে, প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং আরও যাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল, তাদের সঙ্গে দ্রুত তথ্য বিনিময় করেছে। এ নিয়ে তদন্ত চলছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এর আগে ট্রাম্পের প্রচারশিবির থেকে সাইবার হামলার শিকার হওয়ার কথা জানানো হয়। এ জন্য তারা ডেমোক্র্যাটদের দায়ী করে। যদিও নিজেদের দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। তারা বলেছে, ‘(সাবেক) প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরা রুখতে’ এটা করা হয়েছে।

এ মাসের শুরুতে জানা যায়, মার্কিন টেলিযোগাযোগ কোম্পানিগুলো সাইবার হামলার শিকার হয়েছিল।

আরও পড়ুন