এক সপ্তাহের প্রচারে কমলা হ্যারিসের তহবিলে জমা হলো ২০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রচারে নেমে পড়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। এক সপ্তাহের প্রচারণায় ২০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছেন তিনি।
নির্বাচনের আর মাত্র ১০০ দিন বাকি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর সামনে চলে আসে কমলা হ্যারিসের নাম। নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন—এটা এখন অনেকটাই নিশ্চিত।
কমলা হ্যারিসের প্রচার দলের উপব্যবস্থাপক রব প্ল্যাহার্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একে পোস্টে বলেন, ‘আমরা এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। দাতাদের ৬৬ শতাংশই নতুন। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীর সই পেয়েছি।’
শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী নেতারা কমলা হ্যারিসকে সমর্থনের কথা জানিয়েছেন।
প্রার্থিতা চূড়ান্ত করতে আগামী আগস্টে অনলাইনে ভোট করবে ডেমোক্রেটিক পার্টি। এরপর দলের পক্ষ থেকে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন কমলা হ্যারিস। ইউরোপেও কমলার জনপ্রিয়তা বেড়েছে।