পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন তাঁর সঙ্গে বৈঠক করতে চান। দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে।
২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ নেওয়ার অল্প কয়েক দিন বাকি থাকতে পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিলেন এই রিপাবলিকান নেতা। নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে রাশিয়া।
গতকাল ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বৈঠক করতে চান এবং আমরা এর আয়োজন করছি।’
ট্রাম্প আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। এমনকি তিনি এ কথা প্রকাশ্যেও বলেছেন। আর আমরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাব, এ এক রক্তপাত।’
ট্রাম্প কখনোই ইউক্রেনে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি। তবে কিয়েভে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে, তা নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকেন তিনি।
ট্রাম্প প্রায়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে হাসাহাসি করেন। জেলেনস্কিকে ‘বিক্রয়কর্মী’ বলেও ডেকে থাকেন তিনি। পুতিনের সমালোচনা করাটা ট্রাম্পের জন্য বিরল ঘটনা। বরং তিনি রুশ নেতাকে নিয়ে প্রশংসার সুরে কথা বলে থাকেন।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার ইউক্রেনে যে বিশাল সামরিক সহায়তা পাঠিয়েছে, তার সমালোচনার পাশাপাশি ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অংশগ্রহণ নিয়েও সন্দেহ প্রকাশ করে থাকেন।
বাইডেনের মেয়াদকালে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষেই থেকেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিকে ৬ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।