ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরুর আশায় তালেবান

তালেবানের কয়েকজন যোদ্ধাফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর দেশটির সঙ্গে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরুর বিষয়ে আশাবাদী তালেবান। আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বুধবার এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, তালেবান সরকার আশাবাদী যে—দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিশ্চিত করতে একটি বাস্তববাদী পথে এগোবে আগামী মার্কিন প্রশাসন। এর মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণের ভিত্তিতে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর সুযোগ তৈরি হবে।

২০২০ সালে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তির দিকে ইঙ্গিত করে আবদুল কাহার বালখি বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে করা ওই চুক্তির ধারাবাহিকতায় আফগানিস্তানে মার্কিন বাহিনীর ‘২০ বছর মেয়াদি দখলদারির’ অবসান হয়েছিল। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে গঠনমূলক ভূমিকা পালনের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

২০২১ সালের আগস্টে আচমকাই আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর জেরে একপ্রকার বিশৃঙ্খলার মুখে দেশটি থেকে পশ্চিমা দেশগুলোর সেনা সদস্যদের সরিয়ে নিতে হয়। অবসান ঘটে দেশটিতে দুই দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের।

আরও পড়ুন

এর পরে ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে এক সময় বন্দী থাকা চারজন তালেবান সদস্যকে ওই সরকারের শীর্ষস্থানীয় পদ দেওয়া হয়। ২০১৪ সালে এক বন্দীবিনিময়ের অংশ হিসেবে তাঁদের মুক্তি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন