আট বছর বয়সেই ভিডিও বানিয়ে জিতল পুরস্কার
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আট বছরের এক শিশু বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফারের খেতাব জিতেছে। একটি ড্রোন ফুটেজের জন্য সে এজেডড্রোনফেস্ট ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এই পুরস্কার জিতেছে। আর এই পুরস্কার জেতার মাধ্যমে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
লুইসা রয়ের নামের ওই শিশু ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভান্সভিল ডে স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় বেড়াতে গিয়ে ড্রোনে ভিডিও তৈরি করে সে। পরে তার এক শিক্ষক ওই ভিডিও ফুটেজ চলচ্চিত্র উৎসবে জমা দেওয়ার পরামর্শ দেন।
লুইসা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলে, ‘আমি পরিবারের কাছে উপহার হিসেবে একটি ড্রোন চেয়েছিলাম। কারণ, আমি বিজ্ঞান ভালোবাসি। ভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখার বিষয়টি অন্বেষণ করা আমার কাছে আগ্রহের একটি বিষয়।’
লুইসার তৈরি ড্রোন ভিডিও ফুটেজ ২০২৩ সালে এজেডড্রোনফেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট নিউ ড্রোন পাইলট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সেরার খেতাব পেয়েছিল।
লুইসা বলছিল, ‘আমি বুঝতে পারছিলাম, বিভিন্ন দেশে এবং বিভিন্ন অঞ্চলে নিরাপদে আকাশে ড্রোন ওড়ানো বেশ কঠিন কাজ। কারণ, আশপাশে কোনো বিমানবন্দর আছে কি না, বিদ্যুতের তার বা গাছ আছে কি না—এসব বিষয় খেয়াল করে ড্রোন ওড়াতে হয়।’
লুইসা বলে, ‘১৩ বছরের এক বালক ড্রোনের মাধ্যমে ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়েছিল। তার সেই ভিডিও ইউটিউবে দেখে আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করার অনুপ্রেরণা পেয়েছি।’
লুইসা ৮ বছর ২৫৮ দিন বয়সে সবচেয়ে কম বয়সী (মেয়ে) ভিডিওগ্রাফার হিসেবে রেকর্ড গড়েছে।