শ্রদ্ধা–ভালোবাসায় নিহতদের স্মরণ

এয়ারফোর্স ওয়ানের কনফারেন্স রুমে নীরবতা পালনের মধ্য দিয়ে নাইন-ইলেভেন হামলায় নিহতদের স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পছবি: রয়টার্স

নাইন-ইলেভেন হামলার ১৯তম বার্ষিকী আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় এবার দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করলেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিউইয়র্কে গ্রাউন্ড জিরোতে এসে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে থাকতেই স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে নীরবতা পালনের মধ্য দিয়ে ৯/১১-এ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এয়ারফোর্স ওয়ানের কনফারেন্স রুমে তাঁরা এ নীরবতা পালন করেন বলে জানিয়েছেন তাঁদের সঙ্গে থাকা সাংবাদিকেরা। তবে এ বিষয়ে কোনো বক্তব্য রাখেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৬ মিনিটেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রথম হামলাটি হয়েছিল।

প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিহতদের স্মরণে নীরবতা পালনের পর তাঁদের সঙ্গে থাকা হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস বলেন, ‘ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন।’ পরে প্রেসিডেন্টও একই কথার পুনরুক্তি করেন।

এর আগেই অবশ্য ডোনাল্ড ট্রাম্প দিনটির স্মরণে একটি টুইট করেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ার শেঙ্কসভিলে ফ্লাই নাইনটি থ্রি ন্যাশনাল মেমোরিয়ালে দিবসটি পালন করছেন।

এদিকে প্রেসিডেন্টের অনুপস্থিতিতেই হোয়াইট হাউসের কর্মকর্তারা নাইন-ইলেভেন স্মরণে স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে নীরবতা পালন করেন। হোয়াইট হাউসের সাউথ লনে সমবেত হয়ে তাঁরা এ নীরবতা পালন করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেকেন্ড লেডি কারেন পেন্স আজ শুক্রবার নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে আসেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে।

গ্রাউন্ড জিরোর পোডিয়ামে দাঁড়িয়ে মাইক পেন্স বলেন, ‘১৯ বছর আগে আমরা যাদের হারিয়েছি, তাঁদের স্মৃতির উদ্দেশে, যারা নায়কোচিত ভূমিকা রেখেছিলেন, তাঁদের স্মৃতির উদ্দেশে, যুদ্ধক্ষেত্রে চীরদিনের মতো হারিয়ে ফেলা আমাদের বীরদের স্মৃতির উদ্দেশ্যে, তাঁদের পরিবারের, তাঁদের ভালোবাসার প্রতিটি মানুষের উদ্দেশ্যে আমি সেই প্রাচীন শব্দমালা উচ্চারণ করছি, যেন তাঁদের আমাদের হৃদয় শান্তিতে পরিপূর্ণ হয়।’

নিউইয়র্কে গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়ে নিহতদের শ্রদ্ধা জানান ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, তাঁর স্ত্রী জিল বাইডেন ও নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো
ছবি: রয়টার্স

গ্রাউন্ড জিরোতে গিয়ে দিনটি পালন করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। গ্রাউন্ড জিরোতে যাওয়ার উদ্দেশে নিউইয়র্ক নগরে নেমেই তিনি এ বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

জো বাইডেন বলেন, ‘আমি আজ ৯/১১ ছাড়া আর কোনো কিছু নিয়ে কথা বলব না। ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ একটি দিন এটি, আর আমরা একে এভাবেই রাখতে চাই। আমি কোনো সংবাদ সম্মেলন করব না। আজ সব বিজ্ঞাপন বন্ধ। কাল থেকে আবার প্রচার শুরু হবে।’

এদিকে আফগান শান্তি আলোচনার জন্য দোহার উদ্দেশে যাত্রা করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দিবসটি উপলক্ষে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, ‘১৯ বছর আগে ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় যে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছিলেন, আজ আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল-কায়েদাসহ যেসব সন্ত্রাসী সংগঠন আমাদের ক্ষতি করতে চেয়েছিল, আমরা তাদের পরাজিত করতে আমরা বড় পদক্ষেপ নিয়েছি। আমাদের দেশের সুরক্ষায় আমাদের এ পদক্ষেপ অব্যাহত রয়েছে আজও।’