২০২০ সালের নির্বাচনে পরাজয় বিতর্কের মঞ্চেও অস্বীকার করলেন ট্রাম্প
রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে আবার অস্বীকৃতি জানালেন। এমনকি প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের সঙ্গে সরাসরি বিতর্কে ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতি-সংক্রান্ত বিভিন্ন মিথ্যা দাবি তুলে ধরেন তিনি।
২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির দাবির পক্ষে ট্রাম্প বলেন, ‘দেখুন, এ বিষয়ে অনেক প্রমাণ আছে। আপনাদের যা করতে হবে তা হলো, এদিকে নজর দেওয়া।’
ট্রাম্প আরও বলেন, ‘২০২০ সালের নির্বাচনে প্রায় সাড়ে সাত কোটি ভোট পেয়েছিলাম, যা অতীতের যেকোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের পাওয়া ভোটের চেয়ে বেশি।’ তাঁকে বলা হয়েছে, যদি তিনি ৬ কোটি ৩০ লাখ ভোট পান, যা তিনি ২০১৬ সালেই পেয়েছেন, তাহলে তাঁকে হারানো সম্ভব হবে না।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টায় সরাসরি বিতর্কে মুখোমুখি হন। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
বির্তকে ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ চান তিনি। কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে দুই বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না বলেও দাবি করেন এই রিপাবলিকান প্রার্থী। বিতর্কে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টিও উঠে আসে। এ নিয়ে দুই প্রার্থী একে অপরের দলের নীতিকে দোষারোপ করেন।