বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ

বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশে অতিথিরা

বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নিউইয়র্কের জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাকির আহসান। বক্তব্য রাখেন মাসুদ আসরার, তাসলিমা আক্তার, মোহাম্মদ হাবিব, আলি আব্বাস ও আবরার আমজাদ।

সমাবেশে বক্তারা বলেন, মুমিনের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল-আরবে ইমান বিনাশী, দ্বীন বিকৃতিকারী, অধিকার-স্বাধীনতা হরণকারী, দ্বীনের মহানিদর্শন মাজার শরীফগুলো ধ্বংসকারী, উগ্রবাদের উৎস সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর। এই দিন তাই ইমানদার এবং মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষের জন্য এক অন্ধকার দিবস। একক ধর্মের নামে অধর্ম, সাম্প্রদায়িক রাষ্ট্র, গোত্রভিত্তিক জাতীয়তাবাদী চেতনা এবং তার ভিত্তিতে একক গোষ্ঠীবাদী স্বৈররাষ্ট্র যেমন স্রষ্টাদ্রোহী অপরাধ, তেমনি জীবনের ও মানবতার শত্রু।

নেতৃবৃন্দ বলেন, সত্যের মুক্তপ্রবাহ, জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তির একমাত্র পথ মহান রাসুল (সা.) প্রদত্ত সব মানুষের নিরাপত্তা, অধিকার ও মালিকানাভিত্তিক সর্বজনীন মানবিক রাষ্ট্র।

নেতৃবৃন্দ সমাবেশে সব মিথ্যার উৎস নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী চেতনা বর্জন করে সত্য ও মানবসত্তা রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সব গোষ্ঠীবাদী অপরাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবিক রাজনীতি ও রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।