যুক্তরাষ্ট্র নিয়ে আমার দৃষ্টিভঙ্গি ট্রাম্পের চেয়ে খুবই ভিন্ন: কমলা

বিতর্কের মঞ্চে কমলা হ্যারিস। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্র নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খুবই ভিন্ন।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কমলা ও ট্রাম্প গতকাল মঙ্গলবার রাতে সরাসরি বিতর্কে মুখোমুখি হন। এই বিতর্কে কমলা এ কথা বলেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ এই বিতর্কের আয়োজন করে। বিতর্ক শুরু হয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়)।

বিতর্কে কমলা পুনরাবৃত্তি করে বলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে মনোযোগী। আর ট্রাম্প মনোযোগী অতীত নিয়ে।

কমলা আরও বলেন, ‘আমরা পেছনে ফিরে যাচ্ছি না। আমরা নতুন পথে সামনে এগিয়ে যেতে একটি রূপরেখা আঁকতে পারি।’

আরও পড়ুন

গর্ভপাতের অধিকারসহ কমলা তাঁর নেওয়া কিছু নীতি ও কৌঁসুলি হিসেবে নিজের ভূমিকা বিতর্কে তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ৯০ মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে।

আরও পড়ুন

বিতর্কে অর্থনীতি, অভিবাসন, গর্ভপাতসহ বিভিন্ন বিষয় উঠে আসে। এসব বিষয়ে কমলা ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেন। এমনকি তাঁরা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন।

আরও পড়ুন