ইতিহাসের এই দিনে
বেলুনে আটলান্টিক মহাসাগর পাড়ি
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন ও সুইডেনের বৈমানিক পের লিন্ডস্ট্রান্ড অনন্য একটি রেকর্ড গড়েছিলেন। ১৯৮৭ সালের এই দিনে তাঁরা হট-এয়ার বেলুনে চেপে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। তাঁদের আগে কেউ এই কীর্তি গড়তে পারেননি। এর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন রিচার্ড ও লিন্ডস্ট্রান্ড। যুক্তরাষ্ট্রের মেইন থেকে রওনা দিয়ে তাঁরা নর্দার্ন আয়ারল্যান্ডের লিমাভাডিতে অবতরণ করেছিলেন। পাড়ি দিয়েছিলেন ৪ হাজার ৯৪৭ কিলোমিটার বা প্রায় ৩ হাজার ৭৪ মাইল।
বাষ্পীয় ইঞ্জিনের সর্বোচ্চ গতি
সময়টা ১৯৩৮ সালের ৩ জুলাই। যুক্তরাজ্যের গ্রান্থামের পাশে রেলের বাষ্পীয় ইঞ্জিন ম্যালার্ড নতুন একটি রেকর্ড গড়ে। সেদিন ইঞ্জিনটির সর্বোচ্চ গতি উঠেছিল ঘণ্টায় ২০৩ কিলোমিটার বা ঘণ্টায় প্রায় ১২৬ মাইল। এখন পর্যন্ত কোনো বাষ্পীয় রেল ইঞ্জিন এই রেকর্ড ভাঙতে পারেনি।
পথে নামে প্রথম মোটরগাড়ি
১৮৮৬ সালের ৩ জুলাই জার্মানির রাজপথে চালানো হয় বিশ্বের প্রথম মোটরগাড়ি। তিন চাকার মোটর ওয়াগনটি চালান প্রকৌশলী কার্ল বেঞ্জ।
সবচেয়ে লম্বা রিংয়ের চেইন
২০০৪ সালের ৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ক্লেভল্যান্ডে একদল জাদুশিল্পী একের পর এক ইস্পাতের রিং জুড়ে দিয়ে একটি চেইন বানান। এই দলের নেতা ছিলেন জাদুশিল্পী মন্টি উইট। দলে আরও ১২৯ জন জাদুশিল্পী ছিলেন। পরপর ৫৩৪টি ইস্পাতের রিং যুক্ত করে তাঁদের বানানো চেইনটি বিশ্ব রেকর্ড গড়ে।
টম ক্রুজের জন্মদিন
হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। ৪০টির বেশি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই মার্কিন অভিনেতা। টন গান, মিশন ইম্পসিবল সিরিজের মতো সাড়াজাগানো চলচ্চিত্র রয়েছে তাঁর ঝুলিতে। আজ টম ক্রুজের জন্মদিন। ১৯৬২ সালের ৩ জুলাই তাঁর জন্ম।