গুয়াতেমালায় শতাধিক সরকারবিরোধী বিক্ষোভকারী কংগ্রেস (আইনসভা) ভবনের কিছু অংশে আগুন লাগিয়ে দিয়েছেন। বিবিসির আজ রোববারের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবারের ওই হামলার সময় গুয়াতেমালা সিটির ওই ভবন একেবারে ফাঁকা ছিল। প্রায় ১০ মিনিট ধরে ভবনটিতে আগুন ছিল।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে বেশ কয়েকজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সময় বুধবার রাতে কংগ্রেসের অনুমোদিত বাজেটের প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা।
সরকারবিরোধী বিক্ষোভকারীরা বলছেন, এই বাজেটে বড় অবকাঠামোগত প্রকল্পগুলো বেশি গুরুত্ব পেয়েছে। সরকারের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এসব প্রকল্প নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়নি। বিক্ষোভকারীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে তহবিল কমানোয় ক্ষোভ জানিয়েছেন।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাতেইকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছেন।
এর আগে বাজেটের বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট গুইলারমো কাস্তিলো। তিনি বলেছেন, দেশের ভালোর জন্য তাঁর এবং প্রেসিডেন্ট গিয়ামাতেইয়ের একসঙ্গে পদত্যাগ করা উচিত।