ইকুয়েডরে প্রায় দেড় টন কোকেনের চালান জব্দ
ইকুয়েডরে কনটেইনারের ভেতর লুকিয়ে এস্তোনিয়ায় পাচারকালে ১ দশমিক ৩ টন কোকেনের একটি চালান জব্দ করেছে পুলিশ। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও পাজমিনো গতকাল শনিবার এ তথ্য জানান। খবর এএফপির।
স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও বলেন, ঘ্রাণের সাহায্যে মাদক শনাক্ত করতে সক্ষম প্রশিক্ষিত একটি কুকুরের মাধ্যমে কোকেনের এ বড় চালান গুয়াকুইল বন্দর থেকে জব্দ করা হয়েছে। তিনি এক টুইটে লেখেন, এই কোকেন একটি কন্টেইনারে লুকিয়ে এস্তোনিয়ায় পাচার করা হচ্ছিল।
ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২০ সালে দেশটির পুলিশ রেকর্ড ১২৮ টন মাদক জব্দ করেছে। এর আগে ২০১৬ সালে সর্বোচ্চ ১১০ টন মাদক জব্দ করা হয়েছিল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইকুয়েডর সীমান্তে অবস্থিত কলম্বিয়া ও পেরু বিশ্বের দুই বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ।