ইকুয়েডরে তিন কারাগারে দাঙ্গায় ৬২ জন নিহত
ইকুয়েডরের তিনটি কারাগারে গতকাল মঙ্গলবার দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কারাগারের সক্রিয় প্রতিদ্বন্দ্বী গ্যাং গ্রুপগুলোর মধ্যে এ দাঙ্গা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপির।
কর্মকর্তারা বলেন, ওই তিন কারাগারের একটি পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গুয়ায়েকুইলে অবস্থিত। সেখানে নিহত হন ২১ জন। দাঙ্গার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারাগারটির নিয়ন্ত্রণ নিতে গেলে তাদের সঙ্গে দাঙ্গাকারীদের সংঘর্ষ হয়। এ সময় বন্দীদের অবস্থা জানতে কারাগারের বাইরে সমবেত হন উদ্বিগ্ন অনেক স্বজন।
ইকুয়েডরের কারাগারগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থা এসএনএআইয়ের পরিচালক এডমান্ডো মোনকেও বলেন, দক্ষিণাঞ্চলীয় কুয়েনসা এলাকার কারাগারে নিহত হন আরও ৩৩ জন। এ ছাড়া বাকি আটজন নিহত হন মধ্যাঞ্চলীয় লাটাকুংগার একটি কারাগারে।
এই কারাগার যেন একটা মার্কেট। সেখানে সব আছে—মাদক, অস্ত্র, এমনকি কুকুরছানাও। সেখানে সবকিছুই বিক্রি হয়।
গুয়ায়েকুইল কারাগারের বাইরে জড়ো হওয়া উদ্বিগ্ন প্রায় ৪০ নারীর একজন ড্যানিয়েলা সোরিয়া (২৯) বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের তালিকা চাই।’ তিনি বলেন, ‘বন্দীদের সবার কাছেই ফোন আছে। কিন্তু আমার স্বামী ফোন করছেন না।’ এ সময় অপেক্ষমাণ স্বজনদের অনেকে কেঁদে ফেলেন।
সোরিয়া বলেন, এর আগে হোয়াটসঅ্যাপে স্বামী রিকার্ডোর কাছ থেকে তিনি একটি বার্তা পান। সেখানে রিকার্ডো বলেন, তারা তাঁকে মেরে ফেলতে চলেছে, তাঁকে যেন এখান থেকে বের করা হয়। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
রিকার্ডোর স্ত্রী সোরিয়া আরও বলেন, ‘এই কারাগার যেন একটা মার্কেট। সেখানে সব আছে—মাদক, অস্ত্র, এমনকি কুকুরছানাও। সেখানে সবকিছুই বিক্রি হয়।’
দাঙ্গার ঘটনায় প্রেসিডেন্ট লেনিন মোরেনো টুইটারে ওই দাঙ্গাকে অপরাধী সংগঠনগুলোর সদস্যদের সহিংসতা বলে আখ্যায়িত করেন।
কর্তৃপক্ষ বলেছে, দাঙ্গা চলাকালে তারা কারাগারগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। দাঙ্গা দমনে পুলিশকে সহায়তা দিতে সেনাসদস্যদের মোতায়েন করা হয়। অপরাধী গোষ্ঠীর সদস্যদের মধ্যে এই সংঘর্ষে কয়েকজন বন্দী আহতও হয়েছেন। তাঁদের মধ্যে গুয়ায়েকুইল কারাগারের দুই বন্দীর অবস্থা গুরুতর।
এডমান্ডো মোনকেও বলেন, দাঙ্গাকালে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেউ নিহত হয়েছেন বলে জানা যায়নি।
এদিকে পুলিশ কমান্ডার প্যাট্রিসিও ক্যারিলো পরিস্থিতিতে গুরুতর বলে বর্ণনা করেছেন। একটি কারাগার থেকে দাঙ্গাকারীদের ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।