ভাস্কর্যে শাকিরার আকর্ষণীয় নাচের ভঙ্গি

জনপ্রিয় পপতারকা শাকিরার নিজ শহরে মঙ্গলবার তাঁর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। কলম্বিয়া, ২৭ ডিসেম্বরছবি: রয়টার্স

গ্র্যামিজয়ী কলম্বিয়ান পপতারকা শাকিরার নিজ শহর ব্যারানকুইলায় তাঁর ব্রোঞ্জের বড় একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

ভাস্কর্যটিতে শাকিরার আকর্ষণীয় নাচের ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে। ‘হিপস ডোন্ট লাই’ শিরোনামের গানের শিল্পী তাঁর এই নাচের জন্য বিখ্যাত।

শহরটির মেয়র জেইমি পুমারেজো গতকাল মঙ্গলবার নদীতীরের একটি পার্কে ২১ ফুট উচ্চতার ভাস্কর্যটি উন্মোচন করেন। ভাস্কর্য উন্মোচনকালে শাকিরার বাবা-মা উপস্থিত ছিলেন।

নদীতীরের একটি পার্কে ২১ ফুট উচ্চতার ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে
ছবি: রয়টার্স

শিল্পী ইয়িনো মার্কেজ ভাস্কর্যটি তৈরি করেছেন। উন্মোচন অনুষ্ঠানে মেয়র বলেন, লাখ লাখ মেয়েও যে পারে, নিজেদের স্বপ্নপূরণে তারা যে ছুটতে জানে, তারা যা চায়, তা যে অর্জন করতে পারে, তা প্রতিফলিত করছে এই ভাস্কর্য।

স্মৃতিচারণা করে মেয়র আরও বলেন, তিনি স্থানীয় শিশুদের কনসার্টে শাকিরাকে গান গাইতে দেখতেন।

ভাস্কর্যে একটি ফলক আছে। ফলকে শাকিরার প্রশংসাসূচক কথা লেখা আছে।

২০২৩ সালের তিনটি ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড জেতা এই শিল্পী যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করেন। শাকিরা এক বিবৃতিতে বলেছেন, ভাস্কর্য স্থাপন করায় তিনি সম্মানিতবোধ করছেন।