ভেনেজুয়েলায় ৭০ শতাংশ ভোট পেয়ে বিরোধী প্রার্থীর জয়ের দাবি

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো (বাঁয়ে) ও বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া।ফাইল ছবি: এএফপি

ভেনেজুয়েলায় গতকাল রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

মারিয়া বলেন, ‘পুরো বিশ্বকে আমরা এটা জানাতে চাই যে প্রতিটি সেক্টরে, দেশের প্রতিটি রাজ্যে আমরা জয়ী হয়েছি। আমরা জানি যে আজ কী ঘটেছে। আমরা যেসব তথ্য পেয়েছি, এটা নিশ্চিত করতে চাই, যে ফলাফল এসেছে, সেটা অকাট্য।’

আরও পড়ুন

তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরো জয়ী হয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই)। প্রতিষ্ঠানটির প্রধান এলভিস আমোরোসো বলেন, ৮০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

২০১৩ সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন মাদুরো। এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছেন ৬১ বছর বয়সী এই বামপন্থী রাজনীতিক। তবে ভোটের আগে জনমত জরিপগুলোয় মাদুরোর থেকে এগিয়ে ছিলেন গঞ্জালেজ।