পেরুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করা মানতে চাইছেন না বিক্ষোভকারীরাছবি: রয়টার্স

পেরুর সঙ্গে গতকাল মঙ্গলবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভেনেজুয়েলা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এ কথা জানান।

গত রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়ার পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের দাবি, নির্বাচনে বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া জয়ী হয়েছেন। গঞ্জালেজকে ‘নির্বাচিত প্রেসিডেন্ট’ বলে স্বীকৃতি দিয়েছে পেরু।

নির্বাচনকে কেন্দ্র করে পেরুর দেওয়া বিবৃতিকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী। এক্স পোস্টে তিনি লিখেছেন, ভেনেজুয়েলার সরকার পেরুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। পেরুর পররাষ্ট্রমন্ত্রীর বেপরোয়া বিবৃতির জেরে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ওই সব বিবৃতি ভেনেজুয়েলার জনগণের চাওয়া ও সংবিধানকে অগ্রাহ্য করেছে।

ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদের ভাষ্যমতে, ভোটে মাদুরো প্রায় ৫১ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। তবে এই ফলাফল মানতে নারাজ বিরোধীরা। বিরোধীদের দাবি, গঞ্জালেজ ৭০ শতাংশ ভোট পেয়েছেন।