র‍্যাফটো পুরস্কার পেলেন কিউবার কারাবন্দী নেতা

শিল্পী লুইস মানুয়েল ওতেরো আলকানতারাছবি : রয়টার্স

নরওয়ের একটি মানবাধিকার ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার জিতেছেন কিউবার ভিন্নমতাবলম্বী কারাবন্দী নেতা ও শিল্পী লুইস মানুয়েল ওতেরো আলকানতারা। র‌্যাফটো ফাউন্ডেশনের চলতি বছরের এই পুরস্কার ঘোষণা হয় গতকাল বৃহস্পতিবার। চিত্রকলার মাধ্যমে ‘কর্তৃত্ববাদী’ শাসনের চিত্র তুলে ধরেছেন তিনি। আর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তাঁর এই নির্ভীক বিরোধিতার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

গত চারটি র‌্যাফটো পুরস্কার বিজয়ীরা হলেন মিয়ানমারের কারাবন্দী নেতা অং সান সু চি, পূর্ব তিমুরের জোসে রামোস-হোরতা, দক্ষিণ কোরিয়ার কিম দায়ে-জুং এবং ইরানের শিরিন এবাদি। এ চারজনের মধ্যে শান্তিতে নোবেল জিতেছেন সু চি ও শিরিন এবাদি। এ বছরের নোবেল পুরস্কার আগামী ১১ অক্টোবর অসলোতে ঘোষণা করা হবে।

এক বিবৃতিতে র‌্যাফটো ফাউন্ডেশন বলেছে, ২০২৪ সালের র‌্যাফটো পুরস্কারে কিউবা ও বাকি বিশ্ব উভয় ক্ষেত্রে ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ জানিয়ে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লুইস মানুয়েল ওতেরো আলকানতারা ও অন্য চিত্রশিল্পীদের করা কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে।

কিউবার একটি আদালত আলোচিত এক মামলায় ২০২২ সালে আলকানতারাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। মানবাধিকার সংগঠনগুলো এই বিচারকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করে। তবে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, এই বিচার স্বচ্ছ হয়েছে।

৩৬ বছর বয়সী আলকানতারা শিল্পীদের নিয়ে গঠিত হাভানা-ভিত্তিক সান ইসিদ্রো মুভমেন্টের সদস্য। প্রায় দুই বছর ধরে সংগঠনটি কয়েকটি বিক্ষোভের নেতৃত্ব দেয়। পরে সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনে সংগঠনটির অনেক সদস্যই দেশ ছেড়ে যান।