কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করায় বরখাস্ত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তাঁর পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্দিনোকে বরখাস্ত করেছেন।
কিউবার ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া-সংক্রান্ত একটি প্রস্তাবে জাতিসংঘের ভোটাভুটিতে হাভানার পক্ষে আর্জেন্টিনার ভোট দেওয়ার জেরে পদ হারালেন ডায়ানা।
গতকাল বুধবার জাতিসংঘে এই ভোটাভুটি হয়। আর্জেন্টিনাসহ ১৮৭টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে প্রস্তাবটি মানার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।
হাভিয়ের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থান নিল। আর এমন অবস্থান নেওয়ার জেরে বরখাস্ত হলেন ডায়ানা।
নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াশিংটনে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা গেরার্দো ওয়েরথেইনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
একই সঙ্গে দেশটির প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, কিউবার ‘একনায়কতন্ত্রের’ স্পষ্ট বিরোধিতা করে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার আগের বামপন্থী সরকারের সময় কিউবার সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত শতকের ষাটের দশকে কিউবার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ছিল আর্জেন্টিনার পূর্ববর্তী সরকার।
অন্যদিকে ফকল্যান্ড দ্বীপের সার্বভৌমত্ব প্রশ্নে আর্জেন্টিনার দাবির প্রতি সমর্থন দিয়ে এসেছে কিউবা। এই দ্বীপটি নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। এমনকি এ নিয়ে ১৯৮২ সালে এক দফা যুদ্ধও হয়েছে।
প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর দপ্তর তাঁর আমলে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতির রাজনৈতিক লক্ষ্য নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে অবধারিতভাবে কিউবার প্রসঙ্গ এসেছে।
বিবৃতিতে বলা হয়েছে, কিউবার একনায়কতন্ত্রের স্পষ্ট বিরোধিতা করে আর্জেন্টিনা। মানবাধিকার লঙ্ঘনকারী সব শাসকের নিন্দা জানাতে তারা অনড় অবস্থানে থাকবে।
বিশ্লেষকেরা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে প্রেসিডেন্ট মিলেই ও ডায়ানার নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতবিরোধ সাম্প্রতিক মাসগুলোতে ক্রমশ বাড়ছিল।
তবে বহির্বিশ্বে আর্জেন্টিনার ভাবমূর্তির জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখা হয় ডায়ানাকে। বিভিন্ন সময় প্রেসিডেন্ট মিলেইয়ের নানান দ্বান্দ্বিক বিবৃতি অন্যান্য দেশকে বিব্রত-হতাশ-ক্ষুব্ধ করত। পরে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নিত ডায়ানার মন্ত্রণালয়।