কিউবায় এবার নোঙর করল কানাডার জাহাজ

কানাডার নৌবাহিনীর টহল জাহাজ দ্য এইচএমসিএস মার্গারেট ব্রোক। কিউবা, ১৪ জুনছবি: রয়টার্স

কিউবার রাজধানী হাভানার একটি বন্দরে এবার কানাডার নৌবাহিনীর একটি টহল জাহাজ নোঙর করেছে।

দ্য এইচএমসিএস মার্গারেট ব্রোক নামের জাহাজটি গত শুক্রবার নোঙর করে। এর আগে সেখানে নোঙর করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ (সাবমেরিন)।

দ্য রয়্যাল কানাডিয়ান নেভির পক্ষ থেকে এক ফেসবুক বার্তায় বলা হয়, কানাডা ও কিউবার মধ্যে চলা দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে আরও সংহত করতে তারা এখানে এসেছে। ওই বন্দর পরিদর্শনের জন্য তারা আগামী সোমবার পর্যন্ত সেখানে অবস্থান করবে।

এর আগে গত বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, তাদের একটি ডুবোজাহাজ কিউবায় পৌঁছেছে।

এমন সময় যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিল, যার এক দিন আগে সেখানে পারমাণবিক শক্তিচালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরিসহ রাশিয়ার চারটি নৌযান কিউবায় নোঙর করে।