মাদুরোর শপথ নেওয়ার আগে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা

ভেনেজুয়েলার বিরোধী নেতা এদমুন্দো গোনসালেসফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এদমুন্দো গোনসালেস। তিনি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেছেন। গতকাল সোমবার গোনসালেস নিজেই এ কথা জানান।

এদমুন্দো গোনসালেস গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন এবং তাঁকে বহু দেশ নবনির্বাচিত প্রেসিডেন্টের স্বীকৃতিও দিয়েছে। তবে তা মানতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট মাদুরো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে সত্যিকার বিজয়ীর কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা ভেনেজুয়েলার জনগণের প্রাপ্য। তিনি বলেন, আগামী চার দিনের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে এদমুন্দো গোনসালেসের শপথ নেওয়া উচিত। বাইডেন এমন একসময় এই মন্তব্য করলেন, যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আনুষ্ঠানিকভাবে তাঁর তৃতীয় মেয়াদ শুরু করতে যাচ্ছেন।

এরই মধ্যে মাদুরোকে ভেনেজুয়েলার শীর্ষ আদালত ও নির্বাচন কর্তৃপক্ষ ভোটে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামী ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব নেবেন তিনি। এর দিন কয়েক আগে আঞ্চলিক সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেলেন গোনসালেস।

হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এদমুন্দো গোনসালেস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর দলের সঙ্গে আমাদের লম্বা সময় ধরে ফলপ্রসূ ও আন্তরিক আলাপ-আলোচনা হয়েছে।’

ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে বলেছে, এটি ‘অদ্ভুত’ যে বাইডেন দেশটির গণতন্ত্র বেহাত করতে একটি সহিংস প্রকল্পে সমর্থন দিচ্ছেন।

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিরোধীরা প্রেসিডেন্ট নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, নির্বাচনে গোনসালেস দুর্দান্ত জয়লাভ করেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। মাদুরোর ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে ভোটের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

এদিকে গতকাল বিকেলে গোনসালেস এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে লম্বা সময় ধরে বৈঠক করেছেন তিনি।

গোনসালেস বলেন, ‘আমরা যেসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছি, সেসবের মধ্যে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় ভেনেজুয়েলাবাসীর বিক্ষোভের ইস্যুও রয়েছে। তিনি (ট্রাম্পের উপদেষ্টা) নিশ্চয়তা দেন যে তাঁর দেশে কী হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্ব সতর্ক থাকবে।’

মাদুরো সরকার বারবার বলেছে, বিরোধী নেতা এদমুন্দো গোনসালেস ভেনেজুয়েলায় ঢুকলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। বর্তমানে এই নেতা স্পেনে নির্বাসিত জীবনযাপন করছেন।

আরও পড়ুন