‘বিশৃঙ্খলা’ সৃষ্টিতে জড়িত সন্দেহে ভেনেজুয়েলায় ৩ দেশের নাগরিক গ্রেপ্তার
বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত সন্দেহে ভেনেজুয়েলায় স্পেনের দুই নাগরিক, তিন মার্কিন ও চেক প্রজাতন্ত্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভেনেজুয়েলায় ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য’ আটক হয়েছেন। আরও দুই মার্কিন নাগরিক আটক হওয়ার খবর তাঁরা অনিশ্চিত সূত্র থেকে জানতে পেরেছেন। তবে ভেনেজুয়েলার সরকার উৎখাতে কোনো পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যে অভিযোগ করা হচ্ছে, তা তাঁরা বাতিল করে দিয়েছেন।
গত জুলাইয়ে ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও স্পেনের সঙ্গে দেশটির সম্পর্কে আগে থেকেই উল্লেখযোগ্য উত্তেজনা বিরাজ করছে। নতুন করে ভেনেজুয়েলার এই ঘোষণা ওই উত্তেজনাকে আরও গভীর করতে পারে।
এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও বলেন, (আটক) দুই স্প্যানিশের সঙ্গে স্পেনের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে। তাঁরা একজন মেয়রকে গুপ্তহত্যার পরিকল্পনা করছিলেন।
স্পেন সরকার এ অভিযোগ অস্বীকার করেছে বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
কাবেও আরও অভিযোগ করেন, তিন মার্কিন ও চেক প্রজাতন্ত্রের এক নাগরিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁরা মাদুরো (ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো) ও অন্য কর্মকর্তাদের গুপ্তহত্যা করার পরিকল্পনা করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ‘তারা দেশের সম্পদ কুক্ষিগত করতে চায় এবং আমরা সরকার হিসেবে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ’
যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ৪০০টি রাইফেল জব্দ করার কথাও জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে বলেছে, তারা ভেনেজুয়েলার কাছে আরও তথ্য চেয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও বলেছে, ‘স্পেনের দূতাবাস থেকে ভেনেজুয়েলা সরকারের কাছে একটি মৌখিক নোট পাঠানো হয়েছে। সেখানে আটক নাগরিকদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে বলা হয়েছে। স্পেন তাদের পরিচয় ও জাতীয়তা যাচাই করতে চায় এবং তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে চায়। ’
কাবেও জানান, পুয়ের্তো আয়াকুচো শহরে ছবি তোলার সময় স্পেনের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘এই নাগরিকদের কেন্দ্রের সঙ্গে যোগসূত্র আছে; যদিও তারা বলবে এটা মিথ্যা। স্পেন যদি ভেনেজুয়েলার বিষয়ে মাথা গলাতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে কী তারা করবে। ’
স্পেনের একজন মন্ত্রী মাদুরোর বিরুদ্ধে ‘স্বৈরশাসন’ জারি রাখার অভিযোগ করেছেন। এরপর ভেনেজুয়েলা এ সপ্তাহে পরামর্শের জন্য স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। ভেনেজুয়েলায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ভেনেজুয়েলার বিরোধী নেতা এদমুন্দো গোনসালেস উররুতিয়ার সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। সানচেজের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে ভেনেজুয়েলা।
গোনসালেস গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে দেশটির বিরোধী জোটের প্রার্থী হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি স্পেনে নির্বাসনে চলে গেছেন।
বিরোধী জোট জুলাইয়ের নির্বাচনে তাদের প্রার্থী গোনসালেসের জয় দাবি করে। যুক্তরাষ্ট্র গোনসালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এ নিয়ে কারাকাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে।