একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল
আজ ২৫ অক্টোবর, বুধবার। আজও দিনভর বিশ্বের আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। পাশাপাশি ইউক্রেন, চীন ও পাকিস্তানের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাশাপাশি পশ্চিম তীরেও তারা হামলা চালাচ্ছে। পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জনের বেশি। গতকাল মঙ্গলবার রাতে এ হামলা হয়।
গাজা উপত্যকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় ইসরায়েল নতুন ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে। তাদের দাবি, ইসরায়েলি হামলায় আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্ন আগের সময়ের চেয়ে আলাদা।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে পড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে গুতেরেস বলেছিলেন, হামাসের হামলা কারণ ছাড়া হয়নি। এই হামলার জেরে গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। তিনি গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন।
তীব্র জ্বালানিসংকটের মধ্যে রয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেখানকার মানবিক সহায়তা কার্যক্রম। জাতিসংঘ বলছে, দ্রুত জ্বালানি সরবরাহ করা না হলে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। আজ জাতিসংঘের পক্ষ থেকে এমন কথা জানানো হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা নেতাদের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। তাঁর অভিযোগ, এ ইস্যুতে পশ্চিমা নেতারা ‘প্রকট দ্বিচারিতা’ করেছেন।
রাশিয়ার বাধা সত্ত্বেও কৃষ্ণসাগরে ইউক্রেনের নতুন রপ্তানি পথ ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় সাত লাখ মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি করা হয়েছে। গত আগস্টে ইউক্রেন আফ্রিকা ও এশিয়ার বাজারের জন্য এই মানবিক করিডর চালু করে। ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি এ তথ্য জানিয়েছেন।
গুঞ্জন সত্যি করে অবশেষে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে কিছু বলা হয়নি। আর তাঁকে সরিয়ে দেওয়ার কারণও উল্লেখ করা হয়নি। কয়েক মাস ধরে প্রভাবশালী এ মন্ত্রীকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। একই সঙ্গে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে।
গোপন তারবার্তা ফাঁসের মামলায় বিচারিক কার্যক্রম কারাগারে পরিচালনার বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আপিল খারিজ করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খান ও পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে গত আগস্টে কূটনৈতিক তথ্য অপব্যবহারের অভিযোগ আনা হয়। বর্তমানে ইমরান ও কুরেশি—দুজনই কারাগারে।