ইতিহাসের এই দিনে: গিজার পিরামিডে গোপন কুঠুরি আবিষ্কার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

সাড়ে চার হাজার বছরের পুরোনো গ্রেট পিরামিড অব গিজা
ছবি: রয়টার্স

মিসরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পিরামিড। এর মধ্যে সাড়ে চার হাজার বছরের পুরোনো গ্রেট পিরামিড অব গিজা অন্যতম। ২০১৭ সালের ২ নভেম্বর প্রত্নতত্ত্ববিদেরা জানান, তাঁরা গিজার পিরামিডে একটি গোপন কুঠুরির সন্ধান পেয়েছেন। খ্রিষ্টপূর্ব ২৫৬০ সালের দিকে ফারাও খুফুর শাসনকালে স্মারক সমাধি হিসেবে পিরামিডটি নির্মিত হয়েছে। এই পিরামিড ১৪৬ মিটার উঁচু। ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার নির্মিত হওয়ার আগপর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু অবকাঠামো।

আরও পড়ুন

দীর্ঘ সময়ের জন্য মহাকাশে গমন

২০০০ সালের ২ নভেম্বর, চার মাসের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান তিন নভোচারী। মহাকাশে দীর্ঘ সময়ের জন্য যাওয়া প্রথম দল ছিল এটা।

আরও পড়ুন

টিভি সার্ভিস চালু করে বিবিসি

লন্ডনে বিবিসির সদর দপ্তর
ছবি: এএফপি

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, সংক্ষেপে বিবিসি। যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম এটি। টেলিভিশন, বেতার ও অনলাইনে খবর প্রচারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিবিসি। ১৯৩৬ সালের ২ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে প্রথমবারের মতো হাইডেফিনেশন টিভি সার্ভিস চালু করে বিবিসি। ১৯৪১ সালে বিবিসিতে বাংলা ভাষায় খবর প্রচার শুরু হয়।

আরও পড়ুন

মানুষের মতো কথা বলে হাতি

দক্ষিণ কোরিয়ার ইয়োনজিন শহরের এভারল্যান্ড চিড়িয়াখানায় একটি হাতি রয়েছে। নাম কোশিক। ২০১২ সালের এ দিনে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, কোশিক মানুষের মতো শব্দ উচ্চারণ করতে পারে। কথা বলতে পারে। ভালো, না, বসো, হ্যালো, শোও—এমন পাঁচটি শব্দ হুবহু মানুষের মতো উচ্চারণ করতে পারে হাতিটি।

আরও পড়ুন
আরও পড়ুন